৭ রাজ্যে ১৩ বিধানসভা উপনির্বাচনেও বড়সড় ধাক্কা খেতে চলেছে বিজেপি

বাংলার পাশাপাশি দেশের আরও ৬টি রাজ্যেও বিধানসভা উপনির্বাচনের গণনা শুরু হয়েছে শনিবার সকাল থেকে। ফলাফলের প্রাথমিক প্রবণতা বলছে, উপনির্বাচনে বড়সড় ধাক্কা খেতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। এগিয়ে ‘ইন্ডিয়া’র শরিকেরা।

পশ্চিমবঙ্গের চারটি বিধানসভার সবকটিতেই বড় ব্যবধানে জয়ের পথে শাসক দল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি দেশের আরও ছ’টি রাজ্যের যে ৯টি বিধানসভায় ভোট হয়েছিল, তার মধ্যে বিজেপি একটি এবং তার জোটসঙ্গী জেডি(ইউ) একটি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস পাঁচটি এবং আম আদমি পার্টি একটিতে এগিয়ে।

অন্যদিকে, হিমাচলের হামিরপুর এবং রুপৌলিতে এগিয়ে বিজেপি এবং জেডিইউ। অর্থাৎ বঙ্গে তৃণমূলের চারটি আসন ধরলে ১৩টির মধ্যে ১১টি আসনে এগিয়ে ইন্ডিয়া জোট শরিকরা।বিজেপি ও তাদের সহযোগীরা পেতে পারে মাত্র দুটি আসন।

আরও পড়ুন: মানিকতলায় বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল, ভোটারদের ধন্যবাদ কুণালের