Tuesday, November 4, 2025

মরশুমের প্রথম ডার্বির রং লাল-হলুদ, মোহনবাগানকে হারালো ২-১ গোলে

Date:

মরশুমের প্রথম ডার্বির রং লাল-হলুদ। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা লিগের ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি-মোহনবাগান সুপার জায়ান্ট। সেই ম্যাচে সবুজ-মেরুনকে ২-১ গোলে হারালো লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে দুটি গোল পিভি বিষ্ণু এবং জেসিন টিকের। মোহনবাগানের হয়ে একমাত্র গোল সূহেল ভাটের এই জয়ের ফলে কলকাতা লিগের জয়ের হ্যাটট্রিক বিনো জর্জের ছেলেদের। এদিন লাল-হলুদের তিনকাঠির নিচে দলকে ভরসা দেন দেবজিৎ মজুমদার।

মরশুমের প্রথম ডার্বি। যে ডার্বি দেখতে মুখিয়ে থাকে ইস্ট-মোহন সমর্থকরা, সেই ডার্বি দেখে হতাশ দুই দলের সমর্থকরা। প্রথমার্ধে জঘন্য ফুটবল খেলে দুই দল। চলে গোল নষ্টের খেলা। ম্যাচে এদিন মোহনবাগানের থেকে বল দখলের লড়াইয়ে অনেকটা এগিয়ে থাকে লাল-হলুদ। রোশাল, তন্ময় দাসেরা বার বার পৌঁছে যান মোহনবাগান বক্সে। সুযোগ তৈরি করেছে তারা। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি লাল-হলুদ।ম্যাচের ২০ মিনিটের মাথায় সুযোগ চলে আসে ইস্টবেঙ্গল-এর সামনে। বক্সের বাইরে বল ধরে ভাল বল বাড়ান ডেভিড। বক্সে ঢুকে বিষ্ণুর শট পোস্টে ঘেঁষে বেরিয়ে যায়। প্রথমার্ধে বেশ চাপে পড়ে বাগান ডিফেন্স। তবে এরই মধ্যে আক্রমণে ঝাপায় মোহনবাগান। তবে প্রথমার্ধে গোলের দরজা খুলতে পারেনি কোন দল।

দ্বিতিয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় লাল-হলুদ। যার ফলে ম্যাচের ৫০ মিনিয়ে এগিয়ে যায় বিনো জর্জের দল। দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকেন পিভি বিষ্ণু। সেখানে বাগানের আরও দুই ডিফেন্ডার ছিলেন। রাজ বাসফোর ও গ্লেন মার্টিন্সের মাঝখান থেকে বাঁ পায়ের শটে গোল করলেন বিষ্ণু। এর ঠিক কয়েক মিনিটের মধ্যে ফের গোলের মুখ খোলে লাল-হলুদ। ম্যাচের ৬৪ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গলে। গোলরক্ষকের কাছ থেকে বল পেয়ে নিয়ন্ত্রণে রাখতে পারেননি সৌরভ। বল কেড়ে নেন অমন সিকে। তাঁর পাস থেকে ফাঁকায় গোল করেন জেসিন টিকে। বাকি ডিফেন্ডারদের কেউ ঠিক জায়গায় ছিলেন না। গোল খাওয়ার পর পালটা আক্রমণে ঝাঁপায় মোহনবাগান। তবে এরই মধ্যে ১০ জনে হয়ে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ, লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জোসেফ। এরপর ১০ জনের লাল-হলুদকে পেয়ে আক্রমণে ঝাপায় মোহনবাগান। যা ফলে ম্যাচের ইনজুরি টাইমে ১-২ গোল করে বাগান ব্রিগেড। মোহনবাগানের হয়ে গোল সূহেল ভাটের।

আরও পড়ুন- নাইট রাইডার্সে নতুন দায়িত্বে বাংলার ঝুলন , উচ্ছ্বসিত বাংলার প্রাক্তন বোলার


Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version