নেপালে ফের পালাবদল! আস্থাভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা প্রচণ্ডর

১৯ মাস ক্ষমতায় থাকার পর ফের পালাবদল নেপালে। আস্থাভোটে হেরে নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন পুষ্প কুমার দহাল ওরফে প্রচণ্ড। শুক্রবার আস্থা ভোটে হেরে যান তিনি।

প্রসঙ্গত, নেপাল পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসের আসন সংখ্যা ২৭৫। এর মধ্যে পুষ্প কমল দাহালের বিপক্ষে ভোট পড়ে ১৯৪। পক্ষে ভোট পড়ে ৬৩। আস্থা ভোটে জিততে প্রয়োজন ১৩৮ ভোট। ২০২২ নেপালের সাংসদ নির্বাচনে বৃহত্তম দল হিসাবে উঠে এসেছিল নেপালি কংগ্রেস। কিন্তু সবচেয়ে পুরনো এই দলকে আটকাতে হাত মেলান প্রচণ্ড এবং আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। কিন্তু অচিরেই ফাটল ধরে সেই বন্ধুত্বে।

আরও পড়ুন- চেহারায় সেই বেপরোয়া ভাব! গ্রেফতারের পরেও দাপট কমেনি ধৃত জয়ন্তর