Wednesday, December 17, 2025

সল্টলেকের সিটি সেন্টার লাগোয়া রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড! তদন্তের নির্দেশ দমকল মন্ত্রীর

Date:

সপ্তাহ শেষে ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য! সূত্রের খবর, শনিবার দুপুর গড়াতেই সল্টলেকের (Salt Lake) সিটি সেন্টার (City Centre) ১-র কাছে একটি রেস্তোরাঁয় আচমকাই আগুন লেগে যায়। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ব্যস্ততম সময় কালো ধোঁয়ায় ভরে যায় সিটি সেন্টারের চারদিক। যদিও বিষয়টি সামনে আসতেই স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। পরে দমকলের ৩ ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিন আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)।

 

মন্ত্রীর অভিযোগ, এসব জায়গায় দমকল বিভাগের নিয়ম লঙ্ঘন করে বেআইনি ব্যবসা চলছে। যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা বলেই মত সুজিত বসুর। তবে তদন্তের পরই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। সেক্ষেত্রে কোনও অনিয়মের প্রমাণ মিললেই আইন মেনে কড়া ব্যবস্থা গ্রহণের আশ্বাস দমকল মন্ত্রীর। তবে আচমকা কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খাবার তৈরির সময় আচমকাই গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তে তা ভয়াবহ আকার নেয়। তবে পরে দমকল বাহিনী এসে পরিস্থিতি আয়ত্তে আনলেনও ওই রেস্তোরাঁ পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় বলে খবর। পুলিশ সূত্রে খবর, সিটি সেন্টার ১-র আশেপাশে প্রচুর দোকান রয়েছে। সেখানেই একটি রেস্তোরাঁয় আচমকাই আগুন লেগে যায়। পরে দমকলের ৩ ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে খবর।

 

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version