Friday, August 22, 2025

আজ উইম্বলডন ফাইনাল। রবিবার সন্ধ্যায় উইম্বলডেনর ফাইনালে মুখোমুখি কার্লোস আলকারেজ ও নোভাক জকোভিচ। গতবারের চ্যাম্পিয়ন বনাম সাতবারের চ্যাম্পিয়ন। স্প্যানিশ তরুণের সামনে সুযোগ টানা দ্বিতীয়বার ঘাসের কোর্টে ট্রফি জেতার। অন্যদিকে, সার্ব টেনিস তারকা সামনে কেরিয়ারের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি।

উইম্বলডনের ফাইনালে উঠলেও আলকারেজ যে জোকোভিচকে হারিয়ে দেবেন, এটা অনেকেই ভাবতে পারেননি। গত বছর সেটাই করেছিলেন স্পেনের খেলোয়াড়। চার ঘণ্টা ৪২ মিনিটে পাঁচ সেটের লড়াইয়ে জিতেছিলেন।আবার রবিবার ফাইনাল। তবে তার আগে আলকারেজের মুখে ফুটবলের কথা। রবিবারই আবার ইউরোর ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে স্পেন। আলকারেজ তাই বলছেন, ‘‘রবিবার স্প্যানিশদের জন্য আদর্শ দিন হতে পারে। সন্ধেবেলায় আমি উইম্বলডন ফাইনাল খেলব। রাতে স্পেন ইউরোর ফাইনাল খেলবে। দুটো ম্যাচই যদি আমরা জিতি, তাহলে স্প্যানিশদের কাছে এর থেকে ভাল উপহার আর কী হতে পারে!’’ নিজে টেনিস তারকা। যদিও ফুটবলও আলকারেজের অন্যতম প্রিয় খেলা। তিনি বলছেন, ‘‘স্পেন এবার দুর্দান্ত খেলছে। দলের কয়েকজন ফুটবলারের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয়। ওদের ফাইনালের জন্য শুভেচ্ছা জানিয়েছি। আশা করি, রবিবার জোড়া জয়ের স্বাদ পাবেন স্প্যানিশরা।“

এদিকে, জকোভিচ আবার বলছেন, ‘‘বিশ্বাসই হচ্ছে না আমি উইম্বলডন ফাইনালে! টুর্নামেন্ট শুরুর ৮ দিন আগে লন্ডন এসেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত কোর্টে নামতে পারব কিনা, তা নিয়ে দোলাচলে ছিলাম। টুর্নামেন্ট শুরু ৩-৪ দিন আগেও জোর দিয়ে বলতে পারিনি খেলবই।’’ তিনি আরও বলেন, ‘‘প্র্যাকটিসে বিশ্বের প্রথম সারির কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কয়েকটা সেট খেলার পর বুঝতে পারি, শুধু কোর্টে নামাই নয়, অনেক দূর এগোতে পারব।“

আরও পড়ুন- আজ ইউরো কাপের ফাইনাল, ট্রফির খরা কাটাতে মরিয়া ইংল্যান্ড


Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version