Thursday, November 6, 2025

ভারতের শহুরে স্কুল পড়ুয়ারা বিটিএস বা ব্ল্যাক পিঙ্কের নাম শুনলেই যেভাবে মজে যায়, উত্তর কোরিয়ার কোনও স্কুল পড়ুয়া সেভাবে এই ব্যান্ডগুলিকে নিয়ে আবেগ প্রকাশই করতে পারে না। আবেগ প্রকাশ তো দূরের কথা, নাম মুখে আনলেও মিলতে পারে কঠিন শাস্তি। সেই শাস্তি রাস্তায় দাঁড় করিয়ে গুলি করে মারা পর্যন্ত হতে পারে। এমনটাই সম্প্রতি প্রকাশ করেছে কিম জং আনের দেশের সংবাদমাধ্যমগুলি।

সংবাদ মাধ্যমের দাবি, দেশের অন্তত ৩০ জন স্কুল পড়ুয়াকে গুলি করে মারা হয়েছে নিষিদ্ধ দেশের বিনোদন দেখার জন্য। বহু পড়ুয়াকে কঠিন শাস্তি দেওয়া হয়েছে আগে। সেই সব নিষেধাজ্ঞা না মানার জন্য শেষে চরম শাস্তির পথে উত্তর কোরিয়ার স্বৈরতান্ত্রিক শাসক। তবে শুধুমাত্র স্কুল পড়ুয়া নয়, প্রাপ্ত বয়স্কদেরও প্রকাশ্যে গুলি করে মারা হয়েছে, দক্ষিণ কোরিয়ায় বিনোদনের ভিডিও বিক্রি করার জন্য, দাবি রাষ্ট্রসঙ্ঘের।

দক্ষিণ কোরিয়া, জাপান ও আমেরিকার বিনোদনের কোনও ধরনের সম্প্রচার নিষিদ্ধ উত্তর কোরিয়ায়। এই ধরনের বিনোদন কিমের দেশে সম্প্রচারিতই হয় না। চোরা পথে পৌঁছায় সেই দেশে। ভারত তথা অন্যান্য সব দেশের স্কুল পড়ুয়াদের মতো স্বাভাবিকভাবেই এই সব দেশের চটকদারি বিনোদন মন টানে উত্তর কোরিয়ায় স্কুল পড়ুয়াদেরও। সেই দেশের ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে এই ধরনের ভিডিও দেখার জন্য বেশ কিছু স্কুল পড়ুয়াকে ১২ বছরের সশ্রম কারাদণ্ডের শাস্তি দিয়েছিল কিম প্রশাসন। সেই ভিডিও দেশে সম্প্রচার করা হয়েছিল অন্যদের মনে ভয় ধরাতে।

দমবন্ধ করা শাসন থেকে পালাতে কখনও আত্মহত্যা, কখনও দুর্গম পথে পালাতেও দেখা গিয়েছে উত্তর কোরিয়ার নাগরিকদের। সেই সব নজরে রেখে এবার দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ‘নিষিদ্ধ’ ভিডিও থেকে দূরে রাখতে একেবারে মেরে ফেলার পথে কিম। এই সব উদাহরণ তুলে ধরে বিশেষত দক্ষিণ কোরিয়ার বিনোদন থেকে দূরে রাখতে চাইছেন স্বৈরাচারী কিম।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version