Wednesday, December 24, 2025

কেদারের সোনা গায়েব! দিল্লিতে মন্দির হতে পারে না, দাবি শঙ্করাচার্যের

Date:

Share post:

কেদারনাথের সোনা গায়েব। কেউ সেই প্রশ্ন তোলেন। আবার বিজেপি সরকার দিল্লিতে নতুন কেদার মন্দির তৈরি চেষ্টা চালাচ্ছে। এই উদ্যোগ নতুন করে দুর্নীতি করার চেষ্টা বলে দাবি জ্যোতির্মঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দের। বিজেপি সরকারের দিল্লিতে কেদারনাথের মন্দির তৈরি নিয়ে মাতামাতি শুরু হওয়ার আগেই তীব্র আক্রমণে ধর্মীয় গুরু। সেই সঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে উদ্ধব ঠাকরের ফিরে আসা উচিত বলেও দাবি করলেন তিনি।

রাজধানী দিল্লিতে কেদারনাথের মন্দির তৈরি নিয়ে প্রচার শুরু পরেই বিজেপির বিরুদ্ধে বিরোধিতার পথে নেমেছিলেন উত্তরাখণ্ডের সন্ন্যাসীরা। ধর্মীয় কারণের সঙ্গে অর্থনৈতিক কারণকে সামনে রেখে তাঁরা প্রতিবাদে সামিল হয়েছিলেন। এবার সেই পথেই দিল্লির মোদি সরকারের প্রবল বিরোধিতায় জ্যোতির্মঠের শঙ্করাচার্য। তাঁর দাবি, প্রতীকী কেদারনাথ হতে পারে না। বারোটি জ্যোতির্লিঙ্গ কোথায় কোথায় হবে তা শাস্ত্রে বলে দেওয়া রয়েছে। ঠিক তেমনই বলা রয়েছে কেদার পর্বতের শীর্ষে মহাদেবের স্থান হবে। তাকে কী করে দিল্লিতে নামিয়ে আনা সম্ভব, প্রশ্ন তোলেন তিনি।

সেই সঙ্গে তাঁর বিষ্ফোরক অভিযোগ, কেদারনাথের মন্দির থেকে ২২৮ কেজি সোনা চুরি হয়েছে। সেই দুর্নীতির কোনও সমাধান হয়নি। কেউ তা নিয়ে কোনও তদন্ত করেনি। কেউ তা প্রকাশ্যে আনছে না। কে তার জন্য দায়ী? অথচ তার পরেই দিল্লিতে আবার কেদারের মন্দির তৈরি হচ্ছে। এতে মানুষের মনে ভ্রম তৈরি হবে। এখানে আবার সোনার দুর্নীতি করবেন, প্রশ্ন তোলেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। তাঁর স্পষ্ট কথা, দিল্লিতে কেদারনাথের মন্দির হতে পারে না।

সোমবার উদ্ধব ঠাকরের বাসভবন মাতশ্রী-তে যান স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। সেখানেই তিনি দাবি করেন, উদ্ধব ঠাকরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে জনগণের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করা হয়েছে। হিন্দু ধর্মের রীতি অনুযায়ী বিশ্বাসঘাতকতা পাপ, সেই কথা উল্লেখ করে তিনি দাবি করেন মহারাষ্ট্রের মানুষও বুঝতে পেরেছেন উদ্ধবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।

Image

spot_img

Related articles

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...