থাকছে বিশেষ চমক! রথযাত্রার পুণ্যলগ্নে ত্রিধারায় খুঁটি পুজো সেরে আশ্বাস দেবাশিস কুমারের

প্রতিবছরের মতো এবছরেও উল্টো রথের শুভ দিনে খুঁটি পুজো (Khuti Pujo) হয়ে গেল কলকাতার অন্যতম শ্রেষ্ঠ দুর্গাপুজো হিসাবে সমাদৃত ত্রিধারা সম্মিলনীর (Tridhara Sammilani)। অর্থাৎ এক কথায় বলতে গেলে উল্টো রথের পুণ্য তিথিতেই শুরু হয়ে গেল ত্রিধারার পুজো প্রস্তুতি। ত্রিধারার পুজোর মূল উদ্যোক্তা রাসবিহারী কেন্দ্রের বিধায়ক তথা কলকাতা পুর সংস্থার মেয়র পরিষদ দেবাশিস কুমার (Debashis Kumar)নিজে হাতেই এদিন সমস্ত আচার আচরণ নিষ্ঠাভরে পালন করেন। তবে শুধু দেবাশিস কুমারই নন এদিন উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মণীশ গুপ্ত, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, হুগলির তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী দেবলীনা কুমার, অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়-সহ বিশিষ্টরা।

রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে এদিন পালিত হয় ত্রিধারার খুঁটি পুজো। খুঁটি পুজো শেষে দেবাশিস কুমার জানান, প্রত্যেকবারের মতো এবারও তাঁদের পুজোয় অন্যরকম চমক থাকবে। সারা বছর ধরে মানুষ তাঁদের পুজোর দিকে তাকিয়ে অপেক্ষা করেন। সেই আশা মাথায় রেখেই এবারের পরিকল্পনা হয়েছে। ঠিক সময়ে সবকিছু প্রকাশ্যে আসবে।

এছাড়া আগামী সেপ্টেম্বর মাসেই শারদ সংখ্যা প্রকাশিত হবে। তারপরই সবকিছু জানা যাবে বলে জানান ত্রিধারা সম্মিলনীর পুজোর মূল উদ্যোক্তা দেবাশিস কুমার।


Previous articleধর্মতলায় তৃণমূলের একুশে সমাবেশের খুঁটি পুজো, শুরু মঞ্চ বাঁধার কাজ
Next article‘নতুন’কে স্বাগত সোহিনী-শোভনের, কী বলছেন ‘প্রাক্তন’রা