Tuesday, December 23, 2025

ডবল ইঞ্জিন রাজ্যে লক আপে আদিবাসী যুবকের মৃত্যু! ‘নজিরবিহীন’ প্রতিবাদ আত্মীয়দের

Date:

Share post:

ডবল ইঞ্জিন রাজ্যে (Double Engine) ফের আদিবাসীদের উপর নির্মম অত্যাচারের অভিযোগ! ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু ঘিরে উত্তাল মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। হিন্দু সম্প্রদায়ের অন্তর্ভূক্ত আদিবাসী সম্প্রদায় পারধি গোষ্ঠীর ওই যুবকের নাম দেব পারধি। পরিবারের অভিযোগ, মধ্যপ্রদেশের গুনা এলাকায় পুলিশি হেফাজতে (Police Custody) মৃত্যু হয়েছে দেবের। এরই প্রতিবাদে জেলাশাসকের দফতরে নগ্ন হয়ে প্রতিবাদ দেখান তাঁরা।

স্থানীয় সূত্রে খবর, মৃত দেব পারধি গত রবিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বরযাত্রী নিয়ে শোভাযাত্রা করে যাওয়ার সময় চুরির অভিযোগে রাস্তা থেকেই তাঁকে তুলে নিয়ে যায় পুলিশ। গ্রেফতার করা হয় দেবের কাকা গঙ্গারাম পারধিকেও। এদিকে রবিবার রাতেই দেবের পরিবারকে পুলিশের তরফে খবর দেওয়া হয়, তাঁর মৃত্যু হয়েছে। এদিকে আচমকা দেবের মৃত্যুর খবর চাউর হতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁর আত্মীয় এবং গ্রামবাসীরা। পুলিশের তরফে দাবি করা হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দেবের। কিন্তু, দেবের পরিবার অবশ্যে পুলিশের এই দাবি মানতে নারাজ। তাঁদের সন্দেহ, পুলিশি হেফাজতে তাঁকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আর তার জেরেই মৃত্যু হয়েছে দেবের। তাঁর কাকা গঙ্গারামকেও বেধড়ক মারধর করেছে পুলিশ। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

তবে মঙ্গলবার দেবের মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে অভিযুক্তদের শাস্তি চেয়ে মঙ্গলবার জেলাশাসকের দফতরে হাজির হন আত্মীয়স্বজন এবং গ্রামবাসীরা। তবে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায় যখন দেব পারধির পরিবারের মহিলারাও নগ্ন হয়ে প্রতিবাদ দেখাতে শুরু করেন। কেউ কেউ জেলাশাসকের অফিসে শুয়ে পড়েও প্রতিবাদ জানান। পুলিশ বিক্ষোভকারীদের অফিস চত্বর থেকে সরাতে গেলে হাতাহাতি বেঁধে যায় মৃতের আত্মীয়দের সঙ্গে। পুলিশের সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি শুরু হয়। কয়েক জন মহিলা আহত হন। কারও মাথা ফেটে যায়, কারও হাতে চোট লাগে।


spot_img

Related articles

মূর্তি ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা জয়নগরে! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের

রবিবারের সকালে জয়নগরের একটি মন্দিরে কালী মূর্তির সামান্য ক্ষতি হওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে প্রশাসনের...

ডিজিটাল যুগেও লড়াইয়ে নতুন প্রজন্ম! সীমান্তের মাঠে ফুটবলের স্বপ্ন

ডিজিটাল যুগের টানাপোড়েনে যখন মোবাইল ও কম্পিউটারের দাপটে মাঠছাড়া হচ্ছে নতুন প্রজন্ম, তখন সীমান্তঘেঁষা সুন্দরবনের এক প্রান্তে ফুটবলকে...

জয়ের ধারা অব্যাহত সুন্দরবনের, হারল ব্যারেটোর দল

  জমজমাট শ্রাচি গ্রুপ আয়োজিত বেঙ্গল সুপার লিগ (Bengal super league)।সোমবার ছিল দুটি ম্যাচ। হাওড়া-হুগলি ওয়ারিয়র্সকে হারাল সুন্দরবন বেঙ্গল...

শীঘ্রই রাজ্যজুড়ে বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক: জানালেন তৃণমূল সভানেত্রী

কয়েকদিনের মধ্যেই আরও বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...