Wednesday, November 5, 2025

মধ্যপ্রাচ্যে অত্যন্ত বিরল হামলা চালানোর ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন এক ভারতীয়। ওমানে (Oman) সোমবার মসজিদে হামালর যে ঘটনা ঘটেছিল তাতে মৃত্যু হয়েছে এক ভারতীয়র, বলে জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। এই ঘটনার দায় কোনও তরফে স্বীকার না করা হলেও এই ঘটনার পরই ইসলামিক স্টেট (IS) জঙ্গিগোষ্ঠী সাফল্যের বার্তা দিয়েছে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক কালের মধ্যে বারবার ধর্মীয় স্থানে হামলার ঘটনা ঘটেছে। কিন্তু ওমান ছিল শান্তিপূর্ণ। সোমবার সেই ওমানের রাজধানী মাসকটের (Muscat)  আল-ওয়াদি, আল-কবির এলাকায় শিয়া সম্প্রদায়ের মসজিদের উপর হামলা চালানো হয়। পাশের কোনও একটি বাড়ি থেকে কয়েকশো মানুষের উপর আচমকা গুলি চালানো হয়। ঘটনায় এক পুলিশকর্মী সহ ছয় জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ৩০ জন। এমনকি গুলি চালানো আততায়ীদেরও নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হয়।

ওমান প্রশাসনের পক্ষ থেকে মৃত জঙ্গিদের পরিচয় প্রকাশ না করা হলেও, আইএস জঙ্গিরা দাবি করে তাদের তিন যোদ্ধার মৃত্যু হয়েছে। সোমবারই ছিল শিয়া সম্প্রদায়ের মানুষের মহরমের আগে শোকপালনের বার্ষিক দিন – অসুরা (Ashura)। মাসকটের মসজিদে জমায়েত ছিল যথেষ্ট। এই ঘটনার প্রায় দুদিন পরে মাসকটের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক ভারতীয়ের এই হামলায় মৃত্যুর কথা জানানো হয়। পাকিস্তান যদিও সেই দিনই দাবি করেছিল তাঁদের তিন নাগরিক এই হামলায় মারা গিয়েছে বলে।

একেবারে অনভিপ্রেত এই ঘটনার পরে রাজধানীর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আহতদের মধ্যে আরও এক ভারতীয় রয়েছেন যাঁর পরিচয় এখনও জানা যায়নি। তবে ওমান প্রশাসন তাঁদের দেখভালে দায়িত্ব নিয়েছে।

Related articles

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...

SIR ‘ষড়যন্ত্র’ আটকাতে জনসাধারণের পাশে তৃণমূলের লিগাল সেল: ১১ তারিখ কলকাতা থেকে শুরু, বিশেষ নজর উত্তরবঙ্গ-পূর্ব মেদিনীপুর

এসআইআর (SIR) আতঙ্কে রাজ্যে একের পরে এক আত্মহত্যার ঘটনা ঘটছে। ফলে জনমানসে উদ্বেগ দেখা দিচ্ছে। এই পরিস্থিতি আইনি...

টাইফুন কালমেগির তাণ্ডব ফিলিপিন্সে: বিপর্যস্ত সেবু, বাড়ছে মৃত্যুর সংখ্যা

টাইফুন কালমেগির(Typhoon Kalmaegi )দাপটে ফিলিপিন্সে ( Philippine )ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী,...
Exit mobile version