Monday, January 12, 2026

প্রাসাদোপম বাড়ির সুইমিং পুলে কচ্ছপ, শিকল-কাণ্ডে অভিযুক্ত জামালের খোঁজে পুলিশ

Date:

Share post:

হলুদ – নীল রঙে প্রাসাদোপম বাড়ি থেকে তাকে রিসর্ট ভাবার ভুল করতে পারেন যে কেউ। বাড়ির প্রবেশপথ থেকে শুরু করে পুরো এলাকা মোড়া সিসি ক্যামেরায়। পাঁচিলে ঘেরা বিশাল জমি। মূলদ্বার থেকে বাড়ির দিকে এগোতে গেলে মার্বেলের ঝাঁ-চকচকে রাস্তা। এটাই সোনারপুরকাণ্ডে মূল অভিযুক্ত জামালউদ্দিন সর্দারের (Jamaluddin Sardar)বসতবাড়ি! এখানেই শেষ নয়, শখ করে মাসখানেক আগেই কচ্ছপ নিয়ে এসে সুইমিং পুলে ছেড়ে দেন শিকল-কাণ্ডে অভিযুক্ত এই ব্যক্তি। জানা গিয়েছে, জামালের একটি সাধের ঘোড়া রয়েছে যার ঘোড়া দেখাশোনা করতে মাসে ১০ হাজার টাকা লোক রাখা হয়েছে।

‘পলাতক’ জামালের বিরুদ্ধে গ্রামবাসীরা একের পর এক অভিযোগ তুলছেন। সালিশি সভার প্রস্তাবে রাজি না হওয়ায় শিকলে বেঁধে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মুজিদ খাঁ এবং অরবিন্দ সর্দার নামে দু’জনকে মঙ্গলবার পাকড়াও করেছে পুলিশ। এখনও অধরা জামাল।

শিকল কাণ্ডে বুধবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে সোনারপুরে মহিলাদের বাড়িতে ডেকে নানাভাবে শারীরিক অত্যাচার করতেন অভিযুক্ত। জামালের নির্দেশ না মানলে বাড়ির পুকুরে চুবিয়ে দেওয়া হত বলে অভিযোগ। স্থানীয়রা বলছেন এক সময় মুহুরির কাজ করতেন জামাল। সেই সূত্রেই প্রশাসন থেকে রাজনৈতিক নেতাদের সঙ্গে তাঁর ভালই যোগাযোগ ছিল বলে অভিযোগ এলাকাবাসীর। জামাল জমির দালালি থেকে বিভিন্ন প্রকল্পের কাজ পরিচালনা করতেন বলে খবর মিলেছে। শিকলকাণ্ড সামনে আসার পরে অনেকেই জামালের ‘অত্যাচারের’ কথা প্রকাশ্যে এনেছেন। রুবিজান বিবি নামে আরও এক গৃহবধূ অভিযোগ করেন, তাঁর স্বামী শাহরুখ শেখকে শিকলের সাহায্যে উল্টো করে ঝুলিয়ে সারারাত মারধর করেছে জামাল সর্দার। তাঁকে বাঁচাতে হাত–পা ধরলেও রেহাই মেলেনি। বিরোধীরা এই ঘটনায় রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করলেও এই জামালউদ্দিন সর্দারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই বলে জানান সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র। তিনি বলেন, ‘অভিযুক্ত জামালকে গ্রেফতার করা হবে। আইন আইনের পথে চলবে।’ তৃণমূলের তরফে আগেই জানানো হয়েছিল যে কোথাও কোনও অন্যায় বা দুর্নীতি প্রমাণিত হল দল সেক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মেনেই চলবে।


spot_img

Related articles

জাতীয় যুব দিবস ২০২৬: নেতৃত্ব বিকাশ ও জাতি গঠনে যুব অংশগ্রহণে করতে MY Bharat-NSS

যুব সম্পৃক্ততা বৃহৎ পরিসরে: আমার ভারত (MY Bharat) ও জাতীয় সেবা যোজনা (NSS)-এর মতো প্ল্যাটফর্ম জেলা ও প্রাতিষ্ঠানিক...

স্বামীজির জন্মদিবসে সিমলা স্ট্রিটে তৃণমূল-বিজেপি, রাজনৈতিক সৌজন্যের ছবি

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে যুবদিবস রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর রাজ্য প্রশাসনের তরফে এই দিনটিকে মহা সমারোহে পালন...

SIR- র শুনানিতে খেলোয়াড়দের হায়রানি অব্যাহত, তলব লক্ষ্মীরতনকে

মহম্মদ শামির পর  SIR- র শুনানিতে এবার ডেকে পাঠানো হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন...

SIR- র নামে খেলোয়াড়দের হেনস্থা, প্রতিবাদে পথে নামলেন ক্রীড়াবিদরা

SIR- র নামে বাংলার খেলোয়াড়দের হেনস্থার অভিযোগ তুলে প্রতিবাদে সামিল বাংলার প্রাক্তন খেলোয়াড়রা (Ex Sportsman)। ভবানীপুর ক্লাবের সামনে...