Thursday, November 6, 2025

রোম্যান্টিক মিউজিক ভিডিয়োয় তৃণমূল যুবনেত্রী রাজন্যা! টলিউডেও কাজের অফার

Date:

রাজনীতি ছেড়ে এবার কি বিনোদন জগতে নিজের ক্যারিয়ের গড়তে চলেছেন তৃণমূল যুবনেত্রী রাজন্যা হালদার (Rajanya Haldar)?এই প্রশ্নেরই উত্তর খুঁজছে স্যোশাল মিডিয়া। কারণ এই মুহূর্তে অভিনেতা সায়ক চক্রবর্তীর (Sayak Chakraborty) সঙ্গেই রোম্যান্টিক গানের ভিডিওতে কাজ করতে চলেছেন রাজন্যা। বর্ষার মরসুমে প্রেমের আবহে নিজেকে নিয়ে ব্যস্ত তৃণমূলের এই তরুণ তুর্কি। তার উপর আবার নতুন বাংলা ছবির অফার পেয়েছেন। তাহলে কি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন রাজন্যা? মিষ্টি হেসে যুবনেত্রীর উত্তর,”দু’দিকে সমান তালে কাজ করার পরিকল্পনা রয়েছে। তবে গল্প ভাল হলে তবেই অভিনয় করব। মোদ্দা কথা, মানুষের কাছে পৌঁছে যেতে হবে। সেটা রাজনীতির মাধ্যমেই হোক বা বিনোদনের মাধ্যমে।”

শোনা যাচ্ছে, রাজন্যা যে মিউজিক ভিডিওতে কাজ করছেন সেখানে গান গেয়েছেন বর্ণালী মুখোপাধ্যায়। মিউজ়িক ভিডিয়োর পরিচালনায় পূবালী মিত্র এবং অর্ঘ্যজিৎ দত্ত। রাজন্যার বিপরীতে সায়ক বেজায় খুশি। বলছেন, “অভিনেত্রী হিসাবে ও ভীষণ মজার।” রাজন্যা নাকি টলিউড থেকেও কাজের অফার পেয়েছেন? তা কোন নায়কের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি? লাজুক হেসে রাজন্যা জানান, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে চান। অভিনেত্রী সুচিত্রা সেন তাঁর অনুপ্রেরণা। তাঁর অভিনয় দেখে বার বার মুগ্ধ হন এই নতুন প্রজন্মের অভিনেত্রী। পাশাপাশি, অপর্ণা সেনের অভিব্যক্তিরও বড় অনুরাগী তিনি। সাংসদ- অভিনেতা দেবের সঙ্গে তিনি কাজ করতে আগ্রহী। “তা ছাড়া জিৎদা, বুম্বাদার সঙ্গেও কাজ করতে পারলে ভাল লাগবে। ঋত্বিকদাও ব্যক্তিগত পছন্দের” বলছেন এই প্রজন্মের অভিনেত্রী। এই মুহূর্তে নিজেকে গ্ল্যামার জগতের উপযুক্ত করতে রীতিমতো শরীর এবং ত্বকের যত্ন নেওয়াও শুরু করেছেন অভিনেত্রী।


Related articles

SSC-র একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ শুক্রবার, রাত ৮ টার পরে কমিশনের ওয়েবসাইটে রেজাল্ট 

শুক্রবার প্রকাশিত হতে চলেছে এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণির ফলাফল। রাত আটটার পরে কমিশনের ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন...

সুন্দর জয়ের মধ্যেও চিন্তার কারণ ব্যাটিং, সিরিজে এগিয়ে গেল ভারত

চতুর্থ টি২০(T20) ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৮ রানে জিতল ভারত(India)। সিরিজে ২-১ ফলে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। শেষ টি২০...

সুপ্রিম কোর্টে শুনানি শেষ না হওয়া পর্যন্ত OBC সংক্রান্ত মামলার শুনানি নয় কলকাতা হাই কোর্টে: নির্দেশ প্রধান বিচারপতির

সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত রাজ্যের OBC সংরক্ষণ সংক্রান্ত কোনও মামলার শুনানি...

তোমরা একা নও, পৃথিবী তোমাদের সঙ্গে আছে: ৩১ তম KIFF-এর মঞ্চে আঞ্চলিক ভাষার চলচ্চিত্রকে গুরুত্ব মুখ্যমন্ত্রীর

”আন্তর্জাতিক ছবির পাশাপাশি থাকবে দেশীয় সিনেমা এবং বোরো, টুলু-র মতো আঞ্চলিক ভাষার চলচ্চিত্রও (Cinema)। এর মাধ্যমে এমন মানুষদের...
Exit mobile version