Sunday, August 24, 2025

YSR কংগ্রেসের যুব নেতাকে রাস্তায় কুপিয়ে খুন, অন্ধ্র প্রদেশে জারি কড়া সতর্কতা 

Date:

প্রকাশ্য রাস্তায় এবার অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির (Jagmohan Reddy)দলের যুব শাখার সদস্যকে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে অন্ধ্র প্রদেশের পালনাডু জেলায় প্রকাশ্যে দা দিয়ে একের পর এক কোপ বসানো হয় ওয়াইএসআর কংগ্রেসের ওই কর্মীর উপরে। এদিকে হামলাকারী দায়ের কোপে ওই নেতার দুই হাতই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বলে খবর। এরপর তাঁর গলাতেও কোপ বসানো হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কর্মীর। ওয়াইএসআর কংগ্রেসের (YSR Congress) যুব শাখার কর্মীর নাম শেখ রশিদ।

পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মাঝ রাস্তায় প্রকাশ্যে ওয়াইএসআর কংগ্রেসের যুব শাখার কর্মী শেখ রশিদের উপরে হামলা চালায় এক ব্যক্তি। ভরা রাস্তাতেই সকলের সামনে রশিদকে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ওই হামলাকারীর নাম শেখ জিলানি। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীর হাতে দা ছিল। সে রশিদের শরীরে একের পর এক কোপ বসায়। প্রথমে তাঁর দুই হাত কেটে শরীর থেকে আলাদা করে দেওয়া হয়। এরপরে ঘাড়ে কোপ বসাতেই মৃত্যু হয় রশিদের। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে পুলিশ, যেখানে হামলা ও খুনের ঘটনা ধরা পড়েছে।

তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত শত্রুতার কারণেই এই খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে বিনুকোন্ডা শহরে কড়া সতর্কতা জারি করা হয়েছে।


Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version