বিজেপি উগ্র হিন্দুত্বের বিকৃত বিপণন করছে। শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এভাবেই তোপ দাগলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার সাফ কথা, অযোধ্যা নিয়ে রামমন্দির নিয়ে বিজেপি যা করল, অথচ লোকসভায় অযোধ্যায় হেরে গিয়েছে বিজেপি। কারণ, ওখানকার মানুষ নিজেদের অভিজ্ঞতা থেকে দেখেছেন এবং বুঝেছেন রামমন্দিরে অবশ্যই আমরা প্রণাম করব কিন্তু তার বিনিময়ে বিজেপিকে ভোট দেব না। কারণ, বিজেপি অযোধ্যার পরিকাঠামোগত ক্ষতি করে দিয়েছে। এই কারণেই উগ্র ধর্মীয় মেরুকরণের বিরোধিতা করছে সবাই।
বঙ্গ বিজেপির গোষ্ঠীকোন্দল নিয়ে কুণালের কটাক্ষ, সুকান্ত মজুমদারের যদি মনে হয় যে শুভেন্দুর কথা পছন্দ হচ্ছে না তাহলে উনি ব্যবস্থা নিন। কিন্তু উনি শুভেন্দুকে রীতিমতো ভয় পান। যদি দম থাকে তাহলে প্রেস রিলিজ দিয়ে বলুন যে শুভেন্দু যা বলছে ভুল বলছে। বিজেপির আসল জায়গায় পেরেক মেরে দিয়েছে শুভেন্দু। সেটা স্বীকার করতে হবে।