Thursday, August 28, 2025

নদিয়ার কৃষ্ণনগর (Krishnanagar, Nadia) গোয়াড়ি বাজার মাছের আড়তে চলল গুলি। তোলা না দেওয়ায় বিশ্বনাথ ঘোষ (Biswanath Ghosh)নামে এক ব্যবসায়ীকে রাস্তায় ফেলে বেদম মারধর করার একটি ভিডিও ভাইরাল হয়েছে (বিশ্ববাংলা সংবাদ এর সত্যতা যাচাই করেনি)। ভিডিয়োয় দুই যুবককে হামলা করতে দেখা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যবসায়ী বাজারে মাছ কিনতে গেলে তাঁর থেকে বিপুল অঙ্কের টাকা দাবি করা হয়। তিনি দিতে অস্বীকার করায় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আশঙ্কাজনক অবস্থায় জখম বিশ্বনাথকে শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কৃষ্ণনগরের ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল উঠলেও ঘটনার সত্যতা কতটা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী (Arup Chakraborty) জানিয়েছেন অভিযোগ সত্যি বলে প্রমাণিত হলে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে। দল কখনই এই ধরণের কোনও অন্যায়কে সমর্থন করে না। তাঁর কথায়, “যেখানে বিজেপির সাংগঠনিক শক্তি বেশি সেখানে এ ধরনের ঘটনা নিয়ে পুলিশ খতিয়ে দেখবে”। আক্রান্ত বিশ্বনাথ ঘোষের ভাইয়ের কথায়, সৈকত হালদার ওরফে ডাকু নামের এক ক্রিমিনাল এই ঘটনার সঙ্গে যুক্ত। দু’দিন আগে জেল থেকে ছাড়া পেয়ে মদ খাওয়ার টাকা চাইছিল দাদার কাছে। না দেওয়ায় এই কাণ্ড ঘটানো হয়েছে বলেই দাবি তাঁর। স্থানীয় তৃণমূল কাউন্সিলর অয়ন দত্ত জানান গোটা বিষয়টি দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে প্রশাসন।


Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version