Thursday, November 13, 2025

স্টাফ কোয়ার্টারের দুঃস্থদের রেখে পড়াশোনা করাতেন অধ্যাপক। সেখানেই এক নাবালিকার যৌন নির্যাতনের অভিযোগে শ্রীরামপুর কলেজের এক অধ্যাপককে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন শ্রীরামপুর আদালতের প্রথম অডিশনাল ডিস্ট্রিক্ট পকসো কোর্টের বিচারক মনোজ কুমার রাই। আদালতের রায়ে আড়াই বছর পরে বিচার পেয়ে খুশি নাবালিকার পরিবার। যদিও অভিযুক্ত উচ্চতর আদালতে যাওয়ার দাবি জানিয়েছেন।

শ্রীরামপুর কলেজের থিওলজিকাল বিভাগের প্রধান অধ্যাপক প্রতাপ দিগলের বিরুদ্ধে অভিযোগ কলেজের স্টাফ কোয়ার্টার ম্যাক হাউসে এক নাবালিকার যৌন নির্যাতন করেন তিনি। সরকারী আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় বলেন,ওই অধ্যাপক একটি এনজিও তৈরী করেছিলেন। ম্যাক হাউসে দুঃস্থদের রেখে মেয়েদের পড়াতেন। নির্যাতিতা ২২ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে ম্যাক হাউসে যায়। কয়েকদিন পর থেকেই তার উপর যৌন নির্যাতন চলে।

২০২২ সালের এই ঘটনায় উড়িষ্যার বেরহামপুরের আদি বাসিন্দা প্রতাপের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। অভিযুক্ত বিচারাধীন বন্দী থাকা অবস্থায় মামলার চার্জশীট হয় এবং বিচার প্রক্রিয়া শুরু হয়। শুক্রবার মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। শনিবার ২০ বছর সশ্রম কারাদণ্ড এবং মোট ষাট হাজার টাকা জরিমানার নির্দেশ দেয় আদালত। অনাদায়ে আরো সাত মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়।

Related articles

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...
Exit mobile version