Thursday, January 1, 2026

অগ্নিগর্ভ ঢাকায় গিয়ে বিপাকে বাংলার শিক্ষাবিদ! খবর না পেয়ে উদ্বিগ্ন পরিবার

Date:

Share post:

কোটা (Quota) বিরোধী আন্দোলনের জেরে রীতিমতো অগ্নিগর্ভ বাংলাদেশ (Bangladesh)। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে খবর। এমন পরিস্থিতিতে রীতিমতো প্রাণভয়ে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা (Indian Students)। জলপাইগুড়ির ফুলবাড়িতে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে চলছে যাতায়াত। এদিকে লাগাতার অশান্তির জেরে শুক্রবার রাতে কার্ফু জারির পরও পুরোপুরি শান্ত হয়নি পরিস্থিতি। শেষ পাওয়া খবর, ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে ১৫১ হয়েছে। এদিকে ঠিক কতদিন কার্ফু (Curfew) জারি থাকবে বাংলাদেশে তা এখনও প্রশাসনের তরফে জানানো হয়নি। তবে এখনই কার্ফু শিথিল করার কোনও রাস্তায় হাঁটতে চাইছে না শেখ হাসিনা (Seikh Hasina) প্রশাসন। তবে অশান্ত বাংলাদেশে গিয়ে সেখানে আটকে পড়েছেন বর্ষীয়ান শিক্ষাবিদ পবিত্র সরকার (Pabitra Sarkar)।

সূত্রের খবর, চলতি মাসের ১৮ তারিখ এক অনুষ্ঠানে যোগ দিতে ধাকায় গিয়েছিলেন তিনি। কিন্তু আচমকা পরিস্থিতি বেগতিক হয়ে পড়ায় কোনওভাবেই দেশে ফিরতে পারছেন না বর্ষীয়ান এই শিক্ষাবিদ। পাশাপাশি জানা যাচ্ছে অশান্তির জেরে বাংলাদেশে বর্তমানে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ। সেকারণেই পরিবারের সদস্যরাও তাঁর সঙ্গে কোনওরকম যোগাযোগ করতে পারছেন না বলে খবর। অন্যদিকে ইন্টারনেটের পাশাপাশি যোগাযোগ পরিষেবা কবে স্বাভাবিক হবে সেবিষয়েও ধোঁয়াশা রয়েছে। তবে এদিন শিক্ষাবিদের পরিবার সূত্রে খবর, শনিবার সকালে তাঁর সঙ্গে শেষবার কথা হয়েছে। তারপর থেকে ফোন বা সোশ্যাল মিডিয়ায় পবিত্রর কোনওরকম আপডেট পাওয়া যায়নি বলে খবর। আর তাঁর জেরেই চিন্তা পিছু ছাড়ছে না পরিবারের। কলকাতায় বসে বিভিন্ন সংবাদমাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি দেখে বাড়ছে উদ্বেগ। তিনি কবে কলকাতা ফিরবেন তা নিয়ে চূড়ান্ত ধোঁয়াশা তৈরি হয়েছে।

এদিকে দেশজুড়ে এভাবে কার্ফু জারির তীব্র বিরোধিতা করেছে বিএনপি। দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগির এই নিয়ে হাসিনা সরকারের পদত্যাগের দাবি জানিয়েছেন।

spot_img

Related articles

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...

সাংবাদিক নিগ্রহের ভিডিও মুছল NDTV! মিডিয়ায় পুঁজিবাদী আগ্রাসন নিয়ে তীব্র কটাক্ষ অভিষেকের

দেশের সবথেকে পরিছন্ন শহরের তকমা পাওয়া ইন্দোরেই নোংরা পানীয় জল খেয়ে মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে অশ্রাব্য...

অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে লাগাম টানতে উদ্যোগ! নয়া ‘অ্যাকশন প্ল্যান’ চালুর পথে রাজ্য

নতুন বছরের শুরুতেই অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রুখতে রাজ্যস্তরে ‘স্টেট অ্যান্টিবায়োটিক অ্যাকশন প্ল্যান’ চালুর পথে হাঁটছে রাজ্য সরকার। আগামী...

BSL: ঘরের মাঠে হার সুন্দরবনের, দুরন্ত জয় মেদিনীপুরের

জমজমাট শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। নতুন বছরের প্রথম দিনে ঘরের মাঠে হারের মুখ দেখল সুন্দরবন...