Thursday, August 28, 2025

রোদ-বৃষ্টির খেলার মাঝেই একুশের মঞ্চে জমজমাট সাংস্কৃতিক পর্ব

Date:

তৃণমূল কংগ্রেসের (TMC) শহিদ তর্পণ অনুষ্ঠান ‘ শ্রদ্ধাঞ্জলি’ ঘিরে সকাল থেকেই দলীয় কর্মীর সমর্থক এবং সাধারণ মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো। হাওয়া অফিসের (Alipore Weather Department) পূর্বাভাস মতোই এদিন কলকাতার বিভিন্ন প্রান্ত শহর ধর্মতলা জুড়ে রোদবৃষ্টির খেলা। কখনও ঝমঝমিয়ে বৃষ্টি নামছে, ছাতা খুলতে হচ্ছে সভাস্থলে জড়ো হওয়া কর্মী-সমর্থকদের। পরমুহূর্তেই আবার খটখটে রোদ উঠছে। কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই ঘড়ির কাটায় ঠিক সকাল ১১ টা নাগাদ মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনে ‘পরিবর্তন’ গ্রুপের গান পরিবেশিত হয়। এরপর একে একে শিল্পী শান্তনু রায় চৌধুরি, সৌমিত্র রায়, সুরজিৎ চট্টোপাধ্যায় (Surajit Chatterjee) সংগীত পরিবেশন করেন। গানের তালে তাল মেলান সভাস্থলে উপস্থিত ঘাসফুলের সমর্থকেরা। ইতিমধ্যেই টলিউডের শিল্পীরাও হাজির হয়েছেন বলে জানা যাচ্ছে।

কলকাতার সব পথ আজ গিয়ে মিশেছে ধর্মতলায়। তৃণমূল সরকারের একগুচ্ছ জনদরদী কর্মসূচির রঙিন ফ্লেক্স , ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে একুশের সভাস্থলে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ার মতো। শুক্র-শনিবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন দূর-দূরান্তের তৃণমূল কর্মীরা। হাওড়া স্টেশন থেকে শিয়ালদহ স্টেশন, সর্বত্রই হাজার হাজার মানুষের ভিড়। বেলা বারোটার আগেই মঞ্চে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চে তখন অনুষ্ঠান করছে পরিবর্তণ ব্যান্ডের সদস্যরা। শহিদ মঞ্চে শ্রদ্ধা নিবেদন করার পর সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। এদিন তৃণমূলের জয়গান আর লড়াইয়ের স্লোগানে সুরেলা সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। এরপর মঞ্চে মমতা – অভিষেকের বক্তব্য শুনতে মুখিয়ে জনতা।


Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version