Monday, November 17, 2025

মধ্যপ্রদেশে নয়া ফতোয়া, দোকানের সামনে নিজের নাম-ফোন নম্বর বাধ্যতামূলক

Date:

এবার বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে নয়া ফতোয়া। কানোয়ার যাত্রার রুটে দোকানদারদের নিজেদের নাম লিখতে হবে। এবার উজ্জ্বয়িনীতে এই নির্দেশিকা জারি হয়েছে। পুরসভা নির্দেশ জারি করেছে, সমস্ত ব্যবসায়ীকেই দোকানের সামনে নিজের নাম, ফোন নম্বর ইত্যাদি লিখতে হবে। নিয়ম ভাঙলে প্রথমে ২ হাজার টাকা এবং পরের বার ৫ হাজার টাকা করে জরিমানা করা হবে।

উজ্জ্বয়িনীর মেয়র মুকেশ টাটওয়াল জানিয়েছেন, নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতেই এই নির্দেশ। এর সঙ্গে মুসলিম দোকানদারদের ‘টার্গেট’ করার কোনও সম্পর্ক নেই। উজ্জ্বয়িনী এক ধর্মীয় পবিত্র শহর। মানুষ এখানে ধার্মিক আস্থা নিয়ে আসেন। তাই দোকানের পরিষেবা নেওয়ার আগে মালিকের পরিচয় তাঁদের জানা দরকার। যাতে কোনও রকম অসন্তোষ থাকবে বা প্রতারিত হলে তিনি তাঁদের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন। তার দাবি, এই নির্দেশ ২০০২ সালেই দেওয়া হয়েছিল। কিন্তু একই রং ও একই আকারের সাইনবোর্ডের নির্দেশ থাকায় তা সব জায়গায় চালু করা যায়নি।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশে যে রাস্তা দিয়ে কানোয়ার যাত্রা যাবে সব জায়গাতেই দোকানের মালিকের নাম লেখাটা বাধ্যতামূলক করা হয়েছে। যোগী সরকারের ফতোয়া, এবার কানোয়ার যাত্রার জন্য তিনটি রুট ব্যবহার করা হচ্ছে যেগুলি হল, মেরঠ, সহারনপুর এবং মুজফফরনগর। ওই অঞ্চলগুলিতে সব খাবারের দোকানে এই নিয়ম লাগু থাকবে। উত্তরপ্রদেশের মন্ত্রী কপিলদেব আগরওয়ালের অভিযোগ, শ্রাবণের পবিত্র মাসে, বহু মানুষ, বিশেষ করে কানোয়ারিরা নির্দিষ্ট ধরনের খাবার থেকে দূরে থাকেন। অথচ মুসলিমরা হিন্দু নাম ব্যবহার করে আমিষ খাবার বিক্রি করছে পুণ্যার্থীদের।তার আরও অভিযোগ, দোকানের সামনে লেখা হচ্ছে বিষ্ণু ধাবা সেন্টার, সকুম্বরি দেবী ভোজনালয়, শুদ্ধ ভোজনালয়, অথচ সেখানে বিক্রি হচ্ছে আমিষ খাবার। এটা বন্ধ করতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related articles

বাংলায় ঢালাও সুবিধা, সেই সব দাবিতে ডবল ইঞ্জিন অসমে পথে চাবাগান শ্রমিকরা

প্রতিবেশী রাজ্যে ঢালাও সুবিধা। জীবনযাপনের মান থেকে পরিবারের নিরাপত্তায় একের পর এক দায়িত্ব পালন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

শুট অ্যাট সাইট নির্দেশ ইউনূস প্রশাসনের! হাসিনার রায় বেরোনোর আগে উত্তপ্ত ঢাকা

বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shiekh Hasina)। সেই অভিযোগের বিচার...

আরজেডি শিবিরে অশান্তি অব্যাহত, শহর ছাড়লেন লালুর চার কন্যা

নির্বাচনে হারের পর থেকে সময়টা কিছুতেই ভালো কাটছে না আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ও তাঁর দল আরজেডির...

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...
Exit mobile version