সংরক্ষণ সংস্কার নিয়ে উত্তপ্ত বাংলাদেশ, আজ ঢাকার আদালতে শুনানি

অশান্ত বাংলাদেশ (Bangladesh)। চাকরিতে কোটা সংস্কারের দাবিতে (Quota reformation demand) বাড়ছে বিক্ষোভ। শুক্রবার দেশ জুড়ে কার্ফু ঘোষণা করে বাংলাদেশের শেখ হাসিনার সরকার (Sheikh Hasina Government)। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখনও পর্যন্ত সে দেশে অন্তত ১১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে দলে দলে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা, চোখেমুখে আতঙ্কের রেশ। দুদিন ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে বন্ধ রাখা হয়েছে বিটিং রিট্রিট। এই আবহে আজ বাংলাদেশের শীর্ষ আদালতে (SC in Bangladesh) সংরক্ষণ মামলার শুনানিতে নজর রয়েছে গোটা বিশ্বের।

২০১৮ সালে সংরক্ষণ সংস্কারের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংরক্ষণ বাতিলের সিদ্ধান্ত নেন। মুক্তিযোদ্ধার স্বজনদের জন্য ৩০ শতাংশ, নারীদের ১০ শতাংশ এবং জেলা খাতে ১০ শতাংশ সংরক্ষণ বাতিল করে শুধু জনজাতিদের ৫ শতাংশ এবং প্রতিবন্ধীদের ১ শতাংশ সংরক্ষণ রাখা নির্দেশ দেয় সরকার। এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা উঠলে হাসিনা সরকারের সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষণা করা হয়। এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় বাংলাদেশ সরকার। আজ সেই মামলার শুনানি রয়েছে। পাশাপাশি যেভাবে বিক্ষোভ আন্দোলন ছড়িয়ে পড়ছে, তা নিয়ন্ত্রণ করতে কী পদক্ষেপ করা হয় সেদিকেও নজর থাকবে।


Previous articleআজ তৃণমূলের একুশে ‘শ্রদ্ধাঞ্জলি’, সকাল থেকেই মহানগরীতে যান নিয়ন্ত্রণ শুরু
Next articleরবিবাসরীয় সকালে মহানগরীতে জনস্রোত, ‘দিদি বন্দনা’য় মুখরিত ধর্মতলা