Wednesday, December 3, 2025

প্রাক্তন বিচারপতিদের রাজনীতি যোগে ইতি টানতে বিল, রাজ্য়সভায় সরব বিরোধীরা

Date:

Share post:

রাজ্যসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারাতেই চেপে ধরতে চলেছে বিরোধীরা। বিজেপির একাধিক আইনের সংশোধনের পাশাপাশি নতুন মোট ২৩টি প্রাইভেট মেম্বার্স বিল আনতে চলেছেন রাজ্যসভার বিরোধী সাংসদরা। লোকসভা নির্বাচন থেকে বিচারপতিদের অবসর নিয়ে রাজনীতিতে যোগ দেওয়ার যে ট্রেন্ড চালু হয়েছে, তা বন্ধ করতেও এবার বিল আনছে বিরোধীরা।

লোকসভা নির্বাচনের আগে কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান ও তারপরে বিজেপির প্রার্থী হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাঁড়ানোর পরে যথেষ্ট বিতর্ক তৈরি হয়। সম্প্রতি মধ্যপ্রদেশের হাইকোর্টের বিচারপতি রোহিত আর্য অবসরগ্রহণের পরে বিজেপিতে যোগ দেন। এরপরেই এই বিচারপতিদের অতীতের রায়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। এই প্রথা বন্ধ করতে আরজেডির সাংসদ এডি সিং বিলের প্রস্তাব পেশ করতে চলেছেন যাতে সাংবিধানিক পদে থাকা কোনও ব্যক্তি অবসরের পরে রাজনীতিতে যোগ না দিতে পারেন। এর মধ্যে নির্বাচন কমিশনের পদও থাকছে।

প্রাইভেট মেম্বার্স বিলের মধ্যে তৃণমূলের পক্ষ থেকে চাকরির নিশ্চয়তা নিয়ে বিল আনছেন সাংসদ মৌসম বেনজির নূর। দেশে যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বাড়ছে তার কারণে যেন সাধারণ কর্মীদের জীবিকা অনিশ্চিত না হয়, সেই আইন চেয়ে বিল প্রস্তাব করবেন তিনি। সেই সঙ্গে ডিপফেকের বিরুদ্ধের বিল আনারও প্রস্তাব করবেন তিনি।

বিরোধীদের পক্ষ থেকে যে ২৩টি প্রাইভেট মেম্বার্স বিল আনা হচ্ছে তার মধ্যে অন্যতম নাগরিকত্ব সংশোধনী বিল। এছাড়াও নূন্যতম বেতন ও বার্ধক্যের পরে জীবনের নিশ্চয়তা নিয়েও বিল আনা হচ্ছে।

spot_img

Related articles

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...