Thursday, August 21, 2025

বিহার স্পেশাল ক্যাটাগরির সম্মান পাবে, এই আশা দেখিয়েই বিধানসভা থেকে লোকসভা নির্বাচনে বিহারের মানুষের আস্থা অর্জন করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এবার নীতীশের সেই দাবিতে ইতি টানল কেন্দ্রের বিজেপি সরকার। এবার আর বিহারের মানুষের সামনে এই আশা দেখানোর নাটক কীভাবে চালিয়ে যাবেন, কেন্দ্রের স্বীকারোক্তির পরেই খোঁচা দিতে ছাড়েনি লালু প্রসাদের আরজেডি।

কেন্দ্রের অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সোমবার জানিয়ে দেন বিহারের স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাস পাওয়ার যোগ্যতা নেই। এই বিশেষ স্বীকৃতি পেতে গেলে রাজ্যকে যে যোগ্যতার মাপকাঠি পেরোতে হয়, তার কোনওটি বিহারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এক্ষেত্রে পার্বত্য বা প্রতিকূল পরিবেশ, কম জনঘনত্ব বা অত্যধিক জনজাতির মানুষ, সীমান্তে প্রতিবেশী দেশের সঙ্গে কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থান, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বা নড়বড়ে অর্থনৈতিক ব্যবস্থা থাকলে স্পেশাল ক্যাটাগরির সম্মান পাওয়া যায় বলে দাবি কেন্দ্রের মন্ত্রীর।

জোটে মুখ্য ভূমিকা নেওয়ার পরেও নীতির বাহানায় বিহারের বিশেষ স্ট্যাটাস নাকচ করে দেওয়ায় স্বাভাবিকভাবেই সমালোচনায় বিরোধীরা। যদিও কেন্দ্রের অসম্মতি প্রকাশের পরেই বিশেষ স্বীকৃতি ছেড়ে এখন আর্থিক প্যাকেজের দিকে ঝুঁকছে জেডিইউ, দুধের স্বাদ ঘোলে মেটানোর মত। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝাঁয়ের দাবি, বিহারের বিশেষ ক্যাটাগরির সম্মান পাওয়া উচিত ছিল। কেন্দ্র যদি সেই সম্মান না দিতে চায় তবে তাঁরা বিশেষ আর্থিক প্যাকেজের দাবি রাখবেন।

তবে জেডিইউ-এর এই পন্থাকে কেন্দ্রের ক্ষমতা ভোগের প্রসাদ বলে কটাক্ষ আরজেডি-র। সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, নীতীশ কুমার ও জেডিইউ এবার কেন্দ্রের ক্ষমতার ফল ভোগ করুক এবং স্পেশাল স্ট্যাটাস নিয়ে নিজেদের নাটকের রাজনীতি চালিয়ে যাক।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version