Sunday, January 11, 2026

আইসক্রিম কারখানার ফ্রিজের মধ্যে থেকে উদ্ধার কর্মীর নগ্ন দেহ, চাঞ্চল্য মালদহে

Date:

Share post:

সম্পূর্ণ নগ্ন অবস্থায় আইসক্রিম ফ্যাক্টরির ডিপ ফ্রিজের ভেতর থেকে উদ্ধার হল এক কর্মীর মৃতদেহ। এমনই চালঞ্চল্যকর ঘটনা ঘটেছে পুরনো মালদহের মঙ্গলবাড়ী বাচামারি মোড় এলাকায়। খুন না অন্য কিছু? বরফে ঢাকা সেই রহস্য উন্মোচনে তড়িঘড়ি তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে মৃতের নাম মৃণালকান্তি বসু। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বনগাঁ। গত ৬-৭ বছর ধরে পুরাতন মালদহ শহরের ১৯ নম্বর ওয়ার্ডের বাচামারিতে একটি আইসক্রিম কারখানার গাড়ির চালক হিসেবে কাজ করছিলেন মৃণালকান্তি। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও গোডাউনের দরজা বন্ধ করে দেন তিনি। কিন্তু সকাল হয়ে গেলেও ওই গাড়ির চালক দরজা না খোলায় সকলের সন্দেহ হয়। বাইরে থেকে ডাকাডাকি করলেও কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে দুপুর নাগাদ এক কর্মী কারখানার ফ্রিজ খুলতেই আঁতকে ওঠেন। ফ্রিজের ভেতরেই রাখা ছিল মৃণালকান্তির দেহ। এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। ওই ব্যক্তিকে খুন করে তাঁর দেহ ফ্রিজের ভেতর রেখে দেওয়া হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুলিশ এখনও মুখ খুলতে চায়নি। কারখানার কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে সম্পূর্ণ বস্ত্রহীন অবস্থায় ডিপ ফ্রিজে মৃতদেহ উদ্ধার হওয়ায় অনেকের মনে প্রশ্ন জেগেছে এবং রহস্যর দানা বেঁধেছে। কেনই বা উলঙ্গ অবস্থায় তার মৃতদেহ পাওয়া গেল। যদিও আইসক্রিম কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে, ওই ব্যক্তি প্রচুর পরিমাণে মদ্যপান করতেন। গরম থেকে বাঁচতে মদ্যপ অবস্থায় আইসক্রিমের ডিপ ফ্রিজে ঢুকে আর বের হতে পারেননি। দমবন্ধ অবস্থায় মৃত্যু হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

আরও পড়ুন- দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ, সুফল বাংলা-স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আলু বিক্রির সিদ্ধান্ত নবান্নর

 

spot_img

Related articles

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...