Monday, November 17, 2025

উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীদের শপথ গ্রহণ (TMC candidate’s oath taking program) নিয়ে রাজভবনের (Rajbhawan) টালবাহানা শেষ নেই। কখনও উপনির্বাচনে জয়ী প্রার্থীদের ধর্না দিতে হচ্ছে তো কখনও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে সমস্যা মেটানোর জন্য। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনের শপথ করানো নিয়ে রাজ্যপালের ‘নাটকের’ পর এবার রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী (Mukutmani Adhikari), রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী(Krishna Kalyani), মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে (Supti Pandey) এবং বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুরের (Madhuparna Thakur) শপথ নিয়েও জটিলতা তৈরি করেছে রাজভবন। রাজ্য- রাজ্যপাল সংঘাতের আবহে বিধানসভার রীতি মেনেই আজ তৃণমূলের জয়ী এই চার প্রার্থীর শপথের অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee)। দুপুর ১টায় শপথগ্রহণ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন বিধানসভায় থাকবেন বলে সূত্রের খবর।

সোমবার রাত পর্যন্ত রাজভবনের থেকে তৃণমূল প্রার্থীদের শপথ গ্রহণ নিয়ে কোনও সবুজ সংকেত মেলেনি। এই নিয়ে চিঠি চালাচালি পর্যন্ত হয়েছে। কিন্তু রাজভবনের টালবাহানার শেষ নেই। চারজন নবনির্বাচিত বিধায়কের শপথ করার জন‌্য প্রথা মেনে রাজভবনের কাছে অনুমতি চায় বিধানসভার সচিবালয়। রাজভবন থেকে কয়েকটি প্রশ্ন তৈরি করে তা বিধানসভায় পাঠানো হয়েছিল। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথবাক্য পাঠ করানো নিয়ে প্রশ্ন তোলা হয়। এর জবাব দিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ। রীতি অনুযায়ী, অধিবেশন চলাকালীন স্পিকার সেখানে উপস্থিত থাকলে ডেপুটি স্পিকার শপথ পাঠ করাতে পারেন না। কিন্তু এরপর আর কোনও পদক্ষেপ করতে দেখা যায়নি সিভি আনন্দ বোসকে(CV Anand Bose)। জটিলতা এড়াতে বিধানসভার পক্ষ থেকে শপথের কথা আগাম জানিয়ে দেওয়া হয়েছিল রাজভবনকে। কিন্তু এখনও রাজভবন এই নিয়ে আর কোনও উচ্চবাচ্য করেনি। আজ মন্ত্রিসভার বৈঠকও রয়েছে। স্পিকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন নিয়ম মেনে মঙ্গলেই হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।


Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version