Saturday, May 3, 2025

জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) গুলির লড়াই অব্যাহত। সোমবার রাজৌরির সেনাছাউনিতে অতর্কিতে সন্ত্রাসবাদী হামলার পর মঙ্গলবার ভোর ৩টে থেকে উপত্যকার বাত্তাল সেক্টরে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই শুরু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এক জওয়ান গুরুতর জখম হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) হোয়াইট নাইট কর্পস (White Knight Corps) এক্স হ্যান্ডলে পোস্ট করে মঙ্গলবারের অভিযানের কথা জানিয়েছে।

গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে জম্মু কাশ্মীর। কখনও সেনাছাউনিতে, কখনও আবার সেনা কনভয়ে জঙ্গি হামলার খবর মিলেছে। সেনা সূত্রে খবর, বাত্তাল এলাকায় জঙ্গিদের অনুপ্রবেশের খবর পেয়ে অভিযান চালানো হয়। জঙ্গিদের পাল্টা আক্রমণে এক জওয়ানের পায়ে গুলি লাগায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। জম্মুর পাহাড়ি অঞ্চলে পাকিস্তান থেকে আসা ৪০ থেকে ৫০ জন জঙ্গির লুকিয়ে থাকার খবরে অভিযান চালায় ভারতীয় সেনা। ইতিমধ্যেই জঙ্গিটা পিছু হটতে শুরু করেছে বলে খবর। অনুপ্রবেশকারী জঙ্গিরা আধুনিক আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণপ্রাপ্ত। আমেরিকায় তৈরি এম৪ কার্বাইন রাইফেলও রয়েছে বলে দাবি করেছে একটি সূত্র। পাশাপাশি, জঙ্গিদের কাছে চিনে তৈরি ইস্পাতের প্রলেপ দেওয়া বুলেট রয়েছে। বিশেষ সূত্রে খবর পাবার পরই জম্মুর পাহাড়ি এলাকায় তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। কাশ্মীর সীমান্তে এভাবে জঙ্গিদের বাড়বাড়ন্তে উপত্যকার নিরাপত্তা আবারও প্রশ্নের মুখে।


Related articles

দেশ-বিদেশ মিলছে এক সুরে! ভক্তি-ভিড়ের স্রোত দিঘার জগন্নাথ ধামে

সমুদ্রের গর্জন আর ভক্তির সুরে মিশে এক নতুন তীর্থক্ষেত্র হয়ে উঠেছে দিঘার জগন্নাথ ধাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের...

স্থানীয় মদতে পহেলগাম হামলা! মৌলানা আজহার-ইতিহাস স্মরণ করালেন ফারুক

জঙ্গিমুক্ত কাশ্মীরের যে প্রচার নরেন্দ্র মোদি ও তাঁর বিজেপি চালিয়েছে গোটা দেশজুড়ে, সেই বার্তা যে আদতে নিজেদের ব্যর্থতা...

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...
Exit mobile version