Thursday, August 21, 2025

“জো হামারে সাথ, হাম উনকা সাথ…!” মোদির বাজেটে শুভেন্দুর স্লোগান!

Date:

সম্প্রতি, লোকসভা ভোটে ভরাডুবির পর্যালোচনা বৈঠক থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, “জো হামারে সাথ, হাম উনকা সাথ…!” শুভেন্দুর যুক্তি ছিল, বাঙলায় সংখ্যালঘু মুসলিমরা কেউ বিজেপিকে ভোট দেয় না। ৯৫ শতাংশ মুসলিম তৃণমূলকে লোকসভা ভোটেও সমর্থন করেছে। তাই দলের সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়া উচিত। বিজেপির স্লোগান হওয়া উচিত, “জো হামারে সাথ, হাম উনকা সাথ…!” শুভেন্দুর এহেন মন্তব্যের পর ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। অবশ্য অনেকে তাঁর পাশেও দাঁড়িয়েছেন। দলে যাঁরা শুভেন্দুর বিরোধিতা করেছিলেন, তাঁদের প্রশ্ন, যেখানে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি “সবকা সাথ, সবকা বিকাশ” -এর কথা বলেন, সেখানে শুভেন্দু কোন হরিদাস পাল, যিনি মোদির উল্টোপথে হেঁটে “জো হামারে সাথ, হাম উনকা সাথ…!” স্লোগান দিচ্ছেন?

কিন্তু আজ, তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে যেন শুভেন্দুর সম্প্রতি “জো হামারে সাথ, হাম উনকা সাথ…!” স্লোগানের প্রতিফলন! নির্মলা সীতারমনের পাঠ করা এই বাজেট তো দেশের নয়, এই বাজেট অন্ধ্র-বিহার বাজেট! এই বাজেট গদি বাঁচাতে তোষামোদের বাজেট! এই বাজেট লোকসভা ভোটে ম্যাজিক ফিগার ছুঁতে না পাওয়ার বাজেট। এই বাজেট দুই জোট শরিক চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারকে আঁকড়ে ধরে তুষ্টি করণের বাজেট। এই বাজেট বিজেপির থেকে মুখ ফিরিয়ে নেওয়া বাংলার মানুষকে বঞ্চনার বাজেট। “সব কা সাথ, সবকা বিকাশ” নয়, এই বাজেট ফুটে উঠেছে শুভেন্দুর জো হামারে সাথ, হাম উনকা সাথ…! স্লোগানের উদাহরণ।

খুব স্বাভাবিকভাবেই এই বাজেটকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের আইটি সেলের ইনচার্জ যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় দেবাংশুর পোস্ট, “বাজেট প্রমাণ করল, মোদির নীতিতে শুভেন্দু নয়, শুভেন্দুর নীতিতে মোদি চলছেন। কারণ, এই বাজেট প্রকৃত পক্ষেই জো হামারে সাথ, হাম উনকা সাথ স্লোগানের উদাহরণ। কেবল বিহার আর অন্ধ্রপ্রদেশের জন্য সবটা। বাকিদের ঝুলি শূন্য।”

আরও পড়ুন: Budget 2024: রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, দিশাহীন, গরিব বিরোধী, জনবিরোধী বাজেট: মুখ্যমন্ত্রী

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version