Monday, August 25, 2025

পিএফে একমাসের বেতন আসলে চালাকি! বেকারের সংখ্যা মোদি আমলে সর্বাধিক!

Date:

চাকরিতে ঢুকলেই একমাসের বেতন! EPFO দেবে সরকার! বাজেটে ঘোষণা নির্মলার। ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন বছরে ২ লক্ষ বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান হবে। কিন্তু সে গুড়ে বালি! মোদি সরকারের আমলে বেকারত্বের সংখ্যা দেশে সর্বাধিক। নতুন কর্মসংস্থান তো দূরের কথা, চাকরি হারিয়েছেন লক্ষ লক্ষ যুবক যুবতী। ফলে কেন্দ্রীয় বাজেটে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করেছে মোদি সরকার। কর্মসংস্থাননে চাঙ্গা করার নামে নির্মলা সীতারমনের এই বাজেট আসলে ভাঁওতাবাজি। পিএফে একমাসের বেতন নিয়ে বাজেটে অর্থমন্ত্রী যে ঘোষণা করলেন, সেটা আসলে কথার জাগলারি, চালাকি!

তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে প্রথমবার চাকরিতে ঢুকছেন যাঁরা, তাঁরা বিশেষ সুযোগ-সুবিধা পাবেন বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানালেন, EPFO-তে প্রথম বার যাঁদের নাম নথিভুক্ত হবে, তাঁদের একমাসের বেতন দেওয়া হবে। তিনটি ইনস্টলমেন্টে প্রভিডেন্ট ফান্ড মারফত এই টাকা দেবে কেন্দ্রীয় সরকার। অতিরিক্ত কর্মসংস্থান তৈরি করবে যে সব সংস্থা, EPFO ভর্তুকি বাবদ মাসিক ৩ হাজার টাকা ভর্তুকি পাবেন তাঁরা, দু’বছরের জন্য।

এদিন Employment Linked Incentive হিসেবে তিনটি প্রকল্পের ঘোষণা করেন নির্মলা- প্রথম প্রকল্পে, সরাসরি একমাসের বেতন পৌঁছে দেওয়া হবে। EPFO-তে নাম নথিভুক্ত হলে তিনটি কিস্তিতে ১৫ হাজার টাকা পর্যন্ত মিলবে। তবে বেতন হতে হবে ১ লক্ষ টাকা। দ্বিতীয় কিস্তি পাওয়ার আগে অনলাইন ফাইনান্সিয়াল কোর্স করতে হবে কর্মীদের। ২ কোটি ১০ লক্ষ যুবক যুবতী এতে উপকৃত হবেন। দ্বিতীয় প্রকল্পে, উৎপাদন ক্ষেত্রে নবনিযুক্ত কর্মী এবং নিয়োগকারী সংস্থার ভাগের EPFO-র টাকা, প্রথম চার বছরের জন্য সরকারই দেবে। এতে ৩০ লক্ষ ছেলেমেয়ে উপকৃত হবেন। তৃতীয় প্রকল্পে, প্রতি অতিরিক্ত কর্মী নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থা প্রথম দু’বছর EPFO বাবদ মাসে যে ৩০০০ টাকা জমা দেবে, তা ফিরিয়ে দেওয়া হবে তাদের। এক্ষেত্রে ১ লক্ষের মধ্যে বেতন হতে হবে নবনিযুক্ত কর্মীদের। এতে ৫০ লক্ষ ছেলেমেয়ে উপকৃত হবেন। কিন্তু নিয়োগের ১২ মাসের মধ্যে যদি চাকরি ছেড়ে দেন ওই কর্মী, সেক্ষেত্রে সরকারকে টাকা ফেরত দিতে হবে ওই সংস্থাকে।

কর্মক্ষেত্রে মহিলাদের সমান যোগদানের সুযোগ তৈরি করতে ওয়র্কিং হস্টেল তৈরির ঘোষণাও করেন নির্মলা। পাশাপাশি, প্রথম সারির সংস্থাগুলিতে ছেলেমেয়েরা যাতে ইন্টার্নশিপ করার সুযোগ পান, তার জন্য একবছর ধরে হাতে -কলমে কাজ শেখার সুযোগ থাকবে সঙ্গে ৫ হাজার টাকা অ্যালাওয়েন্সও দেওয়া হবে। বেসরকারি ক্ষেত্রেও সরকার অনুদান দেবে বলে জানিয়েছেন নির্মলা। কিন্তু বাজেটে তাঁর এই ঘোষণার সঙ্গে বাস্তবের কোনও কোনও সম্পর্ক নেই বলেই অনেকের মত। ফলে ব্যর্থতা ঢাকা দিতে পুরোটাই গিমিক!

আরও পড়ুন: কুর্সি বাঁচাতে চন্দ্রবাবু-নীতিশকে তোষণের বাজেট!অন্ধ্র-বিহারের প্যাকেজকে কটাক্ষ কুণালের

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version