Saturday, May 3, 2025

কোভিড সারিয়ে স্বাভাবিক ছন্দে, বুধেই হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ বাইডেনের

Date:

Share post:

দিনকয়েক আগেই কোভিডে (Covid) আক্রান্ত হয়ে প্রেসিডেন্ট (President) নির্বাচন (Election)থেকে সরে দাঁড়িয়েছিলেন। এরপর কয়েকদিন আইসোলেশনে থাকার পর কোভিডমুক্ত হলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। চিকিৎসকরা জানিয়েছেন হোয়াইট হাউসে (White House)ফিরতে কোন ও সমস্যা নেই বাইডেনের। সংবাদমাধ্যম সূত্রে খরব, মঙ্গলবারই নিজের বাসভবনে ফিরে এসেছেন প্রেসিডেন্ট। এদিকে বুধবারই জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা বাইডেনের। প্রেসিডেন্ট নির্বাচনে থেকে নিজেকে সরিয়ে আনার পর এটাই বাইডেনের প্রথম ভাষণ। বুধবার হোয়াইট হাউস থেকে বাইডেন কী বার্তা দেন সেদিকে নজর থাকবে।


এদিকে ধীরে ধীরে সুস্থতার কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান বাইডেন। তিনি লেখেন, আমি এখন অনেকটাই ভালো বোধ করছি। তারপরই তিনি বলেন, হোয়াইট হাউসে ফিরতে পেরে আমি খুশি। ইতিমধ্যে বাইডেনের কোভিড রিপোর্ট হোয়াইট হাউসের সচিবের কাছে জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য, ডেমোক্র্যাটদের একটা বড় অংশ বাইডেনকে নিয়ে নেতিবাচক মনোভাব দেখিয়েছে। তাঁর পরিবারও বাইডেনের ভোটে লড়ার সিদ্ধান্তের বিষয়ে সায় দেয়নি। একদিকে বয়সের ভার তো অন্যদিকে শারিরীক সমস্যা, দুয়ে মিলে রবিবার বাইডেন ঘোষণা করেন, তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না। এরপর গত ১৭ জুলাই বাইডেনের কোভিড পজিটিভ আসে। তারপরই প্রচার কর্মসূচি অসম্পূর্ণ রেখে নিভৃতবাসে যেতে হয় তাঁকে।


তবে বাইডেনের উত্তরসূরি হিসাবে নির্বাচনে ডেমোক্র্যাট শিবির থেকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বিতা করার দৌড়ে এগিয়ে রয়েছেন‌। কমলা জানান, প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে লড়ার জন্য ডেমোক্র্যাট শিবিরের অন্দরে প্রয়োজনীয় সমর্থন পেয়েছেন তিনি। তবে এখনই প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে পাকাপাকিভাবে কমলার নাম ঘোষণা করছে না ডেমোক্র্যাটরা। সেজন্য এখনও সপ্তাহ দু’য়েকের অপেক্ষা। অগাস্টের ৭ তারিখ আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন ঘোষণা করা হবে।


spot_img

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...