Friday, January 2, 2026

বাজেটে চূড়ান্ত বৈষম্য! বুধবার সকাল থেকেই তৃণমূল-সহ বিরোধীদের বিক্ষোভে উত্তাল সংসদ

Date:

Share post:

বাজেটে (Union Budget) চূড়ান্ত বঞ্চনার অভিযোগ! বুধবার সকাল থেকেই সংসদের (Parliament) মকরদ্বারে বিক্ষোভ বিরোধী জোট ইন্ডিয়ার (INDIA)। মঙ্গলবারই বাজেট পেশের পর বিরোধীরা যে সংসদে ঝড় তুলবেন তার আভাস মিলেছিল। তাৎপর্যপূর্ণভাবে বাজেট পেশের পরই বিরোধীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে অধিবেশন মুলতবি করে দেয় মোদি সরকার। কিন্তু তাতেও দমানো যায়নি বিরোধীদের। সংসদ ভবনের বাইরে রীতিমতো ক্ষোভ উগরে দেন ইন্ডিয়ার হেভিওয়েট রাজনীতিকরা। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এই বাজেটকে ‘বাংলা বিরোধী’ বলে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে সাফ জানিয়েছিলেন বুধবার থেকেই বাজেট ইস্যুতে উত্তপ্ত হবে সংসদ। আর সেই মতোই বুধবার সকাল থেকেই বাজেটে বৈষম্যের অভিযোগ তুলে বিক্ষোভ ইন্ডিয়ার প্রতিনিধিদের।
তৃতীয়বারের জন্য সরকার গঠনের পর মঙ্গলবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেট পেশের পরই দেখা যায়, শুধুমাত্র শরিক নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর বিহার ও অন্ধ্রপ্রদেশে ঢালাও ঘোষণা করা হয়েছে। বাকি রাজ্যগুলির প্রতি বঞ্চনা করেছে মোদি সরকার। বিকাশের পুরো লাভ শুধুমাত্র নীতীশ, চন্দ্রবাবুদের জন্য। তার প্রতিবাদেই বিরোধীদের বিক্ষোভে দিল্লির পারদ রীতিমতো চড়ছে। এদিন তৃণমূল সাংসদদের পাশাপাশি কংগ্রেস ও সমাজবাদী দলের সাংসদদের মোদি সরকারের বিরুদ্ধে লাগাতার বঞ্চনার অভিযোগ তোলা হচ্ছে। পাশাপাশি স্লোগান উঠছে ‘কুর্সি বাঁচাও বাজেট, বাংলা বিরোধী বাজেট’। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, দোলা সেন, সাগরিকা ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা সকাল থেকেই মোদিকে সরানোর দাবিতে সোচ্চার হয়েছেন। এদিন তৃণমূল সাংসদ সৌগত রায় জানান, শুধুমাত্র নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর প্রতি পক্ষপাতিত্ব করেছেন মোদি সরকার। কুর্সি বাঁচাতে এই বাজেট। বিহার ও অন্ধ্রপ্রদেশ ছাড়া সব রাজ্যের ভাগ্যে কিছুই জোটেনি। জিরো গ্যারান্টি, জিরো ওয়ারেন্টি‌।
এদিনের বিক্ষোভে তৃণমূল সাংসদদের পাশাপাশি বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে। বিক্ষোভ দেখাচ্ছেন সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদবও। এদিন অখিলেশের দাবি, এই বাজেট বিহার, অন্ধ্রপ্রদেশের বাজেট। বিহারের জন্য ঢালাও বরাদ্দ ঘোষণা হলেও পড়শি রাজ্যগুলির জন্য সান্ত্বনা ছাড়া কিছুই মেলেনি। তিনি বলেন, শুধুমাত্র কুর্সি বাঁচাতে এমন জনবিরোধী বাজেট তৈরি করেছে মোদি সরকার। তবে সকালের পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তা দেখে পরিষ্কার এই জনবিরোধী বাজেট নিয়ে বিক্ষোভ আরও তীব্রতর হবে। শেষ পাওয়া খবর, লোকসভায় ও রাজ্যসভায় অধিবেশন শুরু হলেও বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল-সহ বিরোধীরা।

spot_img

Related articles

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...