দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, সপ্তাহান্তে ফের উত্তরবঙ্গে হাওয়া বদলের পূর্বাভাস আলিপুরের 

বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টি (Rain)দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। বুধবার এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। তবে হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। সেকারণেই মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর‌। এই মুহূর্তে রাজস্থান, উত্তরপ্রদেশ ও অসমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ঝাড়খন্ড সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত সক্রিয় হচ্ছে। অন্যদিকে, মৌসুমী অক্ষরেখা উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। তার জেরেই আবহাওয়ার (Weather)এই পরিবর্তন।

হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশই থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে প্রায় সব জেলাতে। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম জেলায় বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি।
অন্যদিকে উত্তরবঙ্গে বুধবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও শনিবার থেকে ফের বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার , কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে।