Sunday, August 24, 2025

নিট কেলেঙ্কারি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার প্রমাণ, কটাক্ষ অভিষেকের

Date:

২১- এর মঞ্চ থেকেই নিট দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার ফের একবার এই একই বিষয়ে সংসদে গর্জন তুললেন তিনি। নিটের মত সর্ব ভারতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা সুষ্ঠভাবে আয়োজন করতে না পারা যে আসলেই কেন্দ্রের অক্ষমতা সেকথা এদিন ফের একবার চোখে আঙুল দিয়ে স্পষ্ট করে দেন অভিষেক।

অভিষেক এদিন বলেন, মোদিজির তৃতীয় সরকার, হারিয়ে গিয়েছে শিক্ষার অধিকার। এই সরকার পড়ুয়াদেরও বঞ্চিত করে। কমপক্ষে ৩৩ লক্ষ মেধাবী ছাত্রের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়েছে বিজেপি। সংসদে বিরোধীরা আলোচনার দাবি জানালেও প্রধানমন্ত্রী এই নিয়ে একটাও শব্দ খরচ করেনি। বাংলার মুখ্যমন্ত্রী মেডিক্যাল পরীক্ষা আয়োজনের দায়িত্ব রাজ্যের হাতে তুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন। কিন্তু তাতেও কেন্দ্রীয় সরকার কোনও মন্তব্য করেনি। বঞ্চনার একগুচ্ছ যুক্তি সামনে দাঁড় করিয়ে অভিষেকের সংযোজন, সারা দেশে কেন্দ্রীয় বিদ্যালয়ে ১২ হাজারেরও বেশি শূন্যপদ পূরণের অপেক্ষায় রয়েছে, দেশ জুড়ে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণিতে ৭ লক্ষ ৫০ হাজার শিক্ষকের পদ খালি রয়েছে। শুধুমাত্র উত্তরপ্রদেশেই ১ লক্ষ ২০ হাজারেরও বেশি শিক্ষকের পদ শূন্য রয়েছে। দেশ জুড়ে আত্মঘাতীদের মধ্যে ৮ শতাংশের বেশি পড়ুয়ারা। প্রতিবছর প্রায় ১৩ হাজার ছাত্র-ছাত্রী প্রাণ হারায়। কিন্তু কেন্দ্রের সরকারের সেই বিষয়ে কোনও হেলদোল নেই।

আরও পড়ুন- মোদি সরকারের ভাঁওতার বাজেটের সমালোচনায় লোকসভায় অভিষেকই যেন ‘বিরোধী দলনেতা’!

 

Related articles

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...
Exit mobile version