Wednesday, December 17, 2025

নীতি আয়োগের বৈঠক-দলীয় সাংসদদের সঙ্গে আলোচনা: আগামিকাল দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

২৭ জুলাই নীতি আয়োগের (Niti Ayog) গভর্নিং কাউন্সিলের বৈঠক। ওই বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার, বিকেল তিনটের বিমানে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই বৈঠকের পাশাপাশি, দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করে সংসদের বিরোধী জোটের চাপ বাড়ানোর বিষয় নিয়ে পরামর্শ দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। একই সঙ্গে INDIA-র জোটসঙ্গীদের সঙ্গেও তৃণমূল (TMC) সভানেত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

২৩ তারিখ লোকসভায় পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট। মঙ্গলবারই সেই বাজেটকে দিশাহীন, জনবিরোধী, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে তীব্র আক্রমণ করেছেন মমতা। তারপরেই বৃহস্পতিবার তার দিল্লি যাত্রা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ২৭ তারিখ দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের নবম বৈঠক। দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বৈঠকে যোগ দেওয়ার আগে তাঁর বক্তব্য লিখিত আকারে চাওয়া হয়েছে। এ কথা জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “তারা সভায় যোগ দেওয়ার আগে আমাদের বক্তব্য জানতে চেয়েছে। তাই আগে যা কিছু মুলতুবি ছিল আমরা তার খসড়া পাঠাচ্ছি। তারা বৈঠকের আগে লিখিত বক্তব্য চাইছেন। তবে আমি যা বলব, সভায় স্বতঃস্ফূর্তভাবে বলব।”

সংসদের বাজেট অধিবেশন চলাকালীন একবার দিল্লি যান মমতা। তৃণমূলের সংসদীয় দলের নেত্রীও তিনি। মঙ্গলবার, বাজেট পেশের পরে, বুধবার লোকসভায় ঝড় তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বাজেটে বাংলার বঞ্চনার ইস্যুকে সামনে রেখে দলীয় সাংসদদের লড়াইয়ের রূপরেখা নির্দেশ করে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। একই সঙ্গে বিরোধী জোটের নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে পারেন মমতা (Mamata Banerjee)। ২৫ তারিখ গিয়ে ২৮ তারিখ কলকাতায় ফিরে আসবেন তিনি। তবে, চূড়ান্ত সফরসূচি এখনও জানানো হয়নি।

আরও পড়ুন- এবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন রাজ্যবাসী, কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী

 

spot_img

Related articles

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল। ...

জিটিএ শিক্ষক নিয়োগ বাতিলের রায় ঘিরে পাহাড়ে স্কুল ধর্মঘটের ডাক

কলকাতা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল দার্জিলিং পাহাড়ের শিক্ষা পরিস্থিতি। জিটিএ অঞ্চলে ৩১৩ জন শিক্ষক...

ফুটেজ না দেখা পর্যন্ত মন্তব্য নয়! কীর্তি ইস্যুতে কড়া অবস্থান অভিষেকের

সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সংসদে এই অভিযোগ...

গিলের চোট নিয়ে উদ্বেগ, দূষণের জেরে নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ

চোট কাটিয়ে ফিরেছিলেন। কিন্ত চতুর্থ টি২০ ম্যাচের আগের ফের চোটের করলে পড়লেন শুভমান গিল(Subhaman Gill)। লখনউতে ম্যাচের আগে...