Sunday, November 2, 2025

বাংলা ভাগের বৃহত্তর চক্রান্ত! নিশিকান্তের দাবিকে সমর্থন জানালেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক

Date:

বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ কিংবা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের সুরেই এবার বাংলা ভাগের কথা বললেন মুর্শিদাবাদের বিজেপি বিজেপি বিধায়ক গৌরীশংকর ঘোষ (Gouri Shankar Ghosh)। অর্থাৎ, বাংলা ভাগের স্বপক্ষে বক্তব্য কোনও এক নেতার ব্যক্তিগত মন্তব্য বা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা বিজেপির বৃহত্তর ষড়যন্ত্র তা কার্যত পরিষ্কার!

বাংলা ও বিহারের ৫ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের প্রস্তাবকে সমর্থন করলেন মুর্শিদাবাদের বিজেপি বিজেপি বিধায়ক গৌরীশংকর ঘোষ (Gouri Shankar Ghosh)। আজ, শুক্রবার তিনি দাবি করেন, যে অনেক আগেই এই বিষয়টি তুলেছিলেন। সংসদে নিশিকান্ত দুবে একই দাবিতে সোচ্চার হওয়ায় তাঁর বক্তব্যই স্বীকৃতি পেল।

গতকাল, বৃহস্পতিবার লোকসভায় অনুপ্রবেশ ও জনবিন্যাস বদল রুখতে পশ্চিমবঙ্গ ও বিহারের ৫ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি তোলেন গোন্ডার সাংসদ নিশিকান্ত দুবে। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ থেকে অনুপ্রবেশকারীরা এসে ঝাড়খণ্ডে বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে। ঝাড়খণ্ড সরকার এব্যাপারে নীরব। আমি পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ এবং বিহারের কিশানগঞ্জ, আরারিয়া ও কাটিহার জেলা নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি জানাচ্ছি। কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের পর সেখানে এনআরসি করার দাবিও তোলেন তিনি।

আরও আজ, শুক্রবার সকালে নিশিকান্তের সেই দাবিকে সমর্থন করে মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশংকর ঘোষ বলেন, “আমি অনেক আগেই এই দাবি তুলেছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম, মুর্শিদাবাদ ও মালদায় যে ভাবে অনুপ্রবেশ হচ্ছে তাতে আগামী দিনে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। ভারতবিরোধী শক্তি মালদা ও মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে এদেশে প্রবেশ করছে। তার পর সারা দেশে ছড়িয়ে যাচ্ছে তারা। রাজ্য পুলিশ দলদাসে পরিণত হয়েছে। তাই এই এলাকাকে কেন্দ্রের প্রত্যক্ষ নজদারিতে আনা প্রয়োজন। নইলে আগামীতে গোটা দেশের মানুষকে এজন্য ভুগতে হবে। এবার নিশিকান্ত দুবে সেকথা বলেছেন। আশা করি স্বরাষ্ট্রমন্ত্রী এবার গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।”

এদিকে গৌরীশংকরের দাবির বিরোধিতা করে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় বলেন, “বাংলা ভাগের চক্রান্ত চলছে। সুকান্ত মজুমদার উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মিশিয়ে দিতে চাইছেন। নিশিকান্ত দুবে মালদা – মুর্শিদাবাদকে বিহারে মিশিয়ে দিতে চাইছেন। ভোটে হেরে এরা বাংলাকে দুর্বল করতে চাইছে।”

আরও পড়ুন: পক্ষপাতিত্ব মানব না, নীতি আয়োগের বৈঠকে ‘প্রতিবাদ’ করতে দিল্লি রওনা মুখ্যমন্ত্রীর

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version