Friday, December 5, 2025

ভয়াবহ অগ্নিকাণ্ড গিরীশ পার্কে! অগ্নিদগ্ধ ১, ঘণ্টা দেড়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে 

Date:

Share post:

ফের কলকাতায় (Kolkata) অগ্নিকাণ্ড (Fire)! শুক্রবার সকালে উত্তর কলকাতার গিরীশ পার্ক (Girish Park) থানা এলাকার ছাতুবাবুর বাজারের কাছে একটি টিনের চালের বাড়িতে আচমকাই আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। শেষ পাওয়া খবর ঘণ্টা দেড়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja)।

তবে এদিন আগুন লাগার পরপরই বাড়ির ভিতরে থাকা সদস্যরা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। তবে সূত্রের খবর একজনের অগ্নিদগ্ধ হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাঁকে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ গিরিশ পার্ক থানা সংলগ্ন ছাতুবাবুর বাজারের কাছে একটি বাড়ি থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। এদিকে ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত গতিতে ছড়াতে থাকে আগুন। দগ্ধ হন একজন। এদিকে ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনার কাজ শুরু করেন দমকল আধিকারিকরা। বাড়ি থেকে বের করে আনা হয় বাসিন্দাদের।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটে এই ভয়াবহ অগ্নিকাণ্ড। যদিও এখনই অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও বাড়িতে থাকা সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে। এদিন ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকে। প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আয়ত্তে আসে আগুন। মন্ত্রী শশী পাঁজা বলেন, অত্যন্ত দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে এসেছে আগুন। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা জানার চেষ্টা চলছে। তবে ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় তা বিধ্বংসী আকার নেয়। সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।


spot_img

Related articles

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই আনন্দপুরের গুলশন কলোনির রংয়ের গুদাম

ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire) কলকাতার (Kolkata) বাইপাস সংলগ্ন আনন্দপুরের গুলশন কলোনিতে। শুক্রবার সকাল ১০ টা নাগাদ এলাকার একটি...

ফুটবলের মধ্য দিয়েই লক্ষ্য জনসংযোগ বৃদ্ধি, হুমায়ুন উদ্যেগে ডেবরায় এমএলএ কাপ

বাংলায় ফুটবল প্রতিভার অভাব নেই। শহর-গ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রতিভাবান ফুটবলাররা। স্থানীয়  ফুটবল প্রেমীদের উৎসাহ দিতে প্রতি বছরের...

পশ্চিমী শীতল হাওয়ায় দক্ষিণবঙ্গে পারদ পতনের পূর্বাভাস

ঘূর্ণাবর্তের বাধা কেটে এবার পশ্চিমী শীতল হাওয়া ঢুকবে দক্ষিণবঙ্গ (South Bengal)। ফলে তাপমাত্রার পারদ পতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর...

রেপো রেট কমাল RBI: স্বস্তিতে ঋণগ্রহীতারা, চিন্তিত আমানতকারীরা

বছরের শেষে বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের (RBI)। শুক্রবার সকালে Repo rate ২৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন...