Thursday, January 29, 2026

চিনের সঙ্গে মিলছে হামাস! তড়িঘড়ি ইজরায়েলকে ডাক হোয়াইট হাউসে

Date:

Share post:

এবার মধ্য প্রাচ্যের রাজনীতিতে সরাসরি প্রবেশ চিনের। একদিকে ইজরায়েলকে যুদ্ধ থেকে নিরস্ত করার চেষ্টায় যখন আমেরিকা ব্যর্থ, তখন নতুন জাতি গঠনের পথে প্যালেস্তাইন। আর তাদের পিছনে চালিকা শক্তি হিসাবে এগিয়ে আসছে ভারতের প্রতিবেশী তথা আগ্রাসী চিন। এই মেলবন্ধনে সিঁদুরে মেঘ দেখছে বিশ্বের রাজনীতিকরা। তড়িঘড়ি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে ডেকে দ্রুত যুদ্ধ বিরতির পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দেওয়া শুরু করল আমেরিকা।

যুদ্ধবিরতির বিতর্কের মাঝেই ২৩ জুলাই চিনের উপস্থিতিতে প্যালেস্তাইনের ১৬টি সংগঠন চুক্তি স্বাক্ষর করে। হামাস সহ এই সংগঠনগুলি অন্তর্বর্তী জাতীয় সমন্বায়ক সরকার গঠনের পক্ষে সহমত পোষণ করে। হামাস নিজেদের বিরোধী দল ফাতাহ-র সঙ্গেও সহমত হয় নতুন সরকার তৈরি জন্য, চিনের উপস্থিতির কারণেই। বেজিংয়ে এই চুক্তি স্বাক্ষরের পরে প্যালেস্তাইনের সংগঠনগুলি দাবি করে যুদ্ধ শেষে সুসশানের জন্য় তারা সংঘবদ্ধ।

এরপরই বৃহস্পতিবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধ থামানো বার্তা দেন আমেরিকার রাষ্ট্রপতি পদপ্রার্থী কমলা হ্যারিস। দুই নেতৃত্বের প্রায় ৪০ মিনিট বৈঠক হয়। বৈঠক শেষে কমলা হ্যারিস জানান, ইজরায়েলের নিজেদের জন্য প্রতিরোধ গড়ে তোলার অধিকার রয়েছে। সেটা কী প্রক্রিয়ায় হচ্ছে সেটা মাথায় রাখা দরকার। গাজার বর্তমান পরিস্থিতিতে মানবিক দিক থেকে আমেরিকাও হাত গুটিয়ে বসে থাকতে পারে না বলে জানান তিনি।

তবে ডেমোক্রাট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে দেখা করার পাশাপাশি আমেরিকার নির্বাচনী প্রচার চলাকালীন রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও দেখা করবেন নেতানিয়াহু। যদিও কমলা হ্যারিসের যুদ্ধবিরতির প্রস্তাব তিনি কীভাবে দেখছেন তা নিয়ে কোনও মন্তব্য করেননি ইজরায়েল প্রধানমন্ত্রী।

spot_img

Related articles

ক্রীড়াবিদদের হেনস্থা অব্যাহত, SIR শুনানি থেকে রেহাই পেলেন না প্রাক্তন ভারত অধিনায়কও

SIR শুনানিতে ক্রীড়াবিদদের হেনস্থা অব্যাহত। মহম্মদ শামি, লক্ষ্মীরতন শুক্লা , রহিম নবি, মেহতাব হোসের পর SIR শুনানিতে ডাক...

ইউজিসির ‘বিতর্কিত’ নিয়মে স্থগিতাদেশ! কেন্দ্রের মনোভাব নিয়ে প্রশ্ন ব্রাত্যর 

নতুন বিধি সমাজে ‘বৈষম্য’ সৃষ্টি করতে পারে', ইউজিসি-র নতুন কয়েকটি নিয়মকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের। বৃহস্পতিবার...

জানুয়ারিতেই দামে রেকর্ড: ১ লক্ষ ৮২ হাজার ছাড়াল সোনা, রুপো ৪ লক্ষ টাকা পার!

নতুন বছরের শুরু থেকেই সোনা (Gold) ও রুপোর (Silver) দাম আকাশছোঁয়া। জানুয়ারি মাস শেষের দিকে এই দুই ধাতুর...

মাধ্যমিকের সময় সুষ্ঠুভাবে যান নিয়ন্ত্রণে নয়া নিয়ম কলকাতা পুলিশের

আগামী ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2026)। রাজ্য জুড়ে স্কুলগুলিতে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।...