বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রান করে বাংলাদেশ।

এশিয়া কাপের ফাইনালে ভারতীয় দল। এদিন সেমিফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটে হারায় হরমনপ্রীত কোরৌরের দল। টিম ইন্ডিয়ার হয়ে অর্ধশতরান স্মৃতি মান্ধনার। বল হাতে তিনটি করে উইকেট রেনুকা সিং এবং রাধা যাদবের। ফাইনালে ভারতের প্রতিপক্ষ দ্বিতীয় সেমিফাইনাল পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের জয়ী দল। ফাইনাল ২৮ জুলাই।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রান করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন নিগার সুলতানা। দিলারা আক্তার করেন ৬ রান। মুরশিদ খাতুন করেন ৪ রান । ১৯ করেন শোরনা। ভারতের হয়ে তিন উইকেট রেনুকা সিং এবং রাধা যাদবের। একটি করে উইকেট দীপ্তি শর্মা এবং পুজা বস্ত্রকারের।

জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় ভারতীয় দল। সৌজন্যে দুই ওপেনার শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধনা। ৫৫ রানে অপরাজিত স্মৃতি। ২৬ রানে অপরাজিত শেফালি।

আরও পড়ুন- কেন টি-২০ বিশ্বকাপে দলে সুযোগ হয়নি, কারণ নিজেই জানালেন শুভমন