Saturday, August 23, 2025

আগামিকাল ডুরান্ডের অভিযান শুরু মোহনবাগানের, প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের

Date:

আগামিকাল থেকে শুরু ১৩৩তম ডুরান্ড কাপ। যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী প্রথম ম্যাচে নামছে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। বাগানের সামনে ডাউনটাউন হিরোজ এফসি। কলকাতা লিগে খুব খারাপ পারফরম্যান্স করে চলেছে মোহনবাগান। ডুরান্ড কাপ আইএসএলের প্রস্তুতি টুর্নামেন্ট হলেও ব্যর্থতা কাটানোর আশায় সবুজ-মেরুন সমর্থকরা। শনিবার ডুরান্ডে প্রথম ম্যাচে মোহনবাগানের কোচিংয়ের দায়িত্ব সামলাবেন জোসে মোলিনার ডেপুটি বাস্তব রায়। রবিবার শহরে আসবেন মোলিনা। এরপর স্প্যানিশ কোচ সিদ্ধান্ত নেবেন, পরের ম্যাচে তিনি ডাগ আউটে বসবেন কি না!


এক বিদেশি টম অলড্রেডকে নিয়েই শনিবারের ম্যাচের দল সাজাচ্ছেন কোচ বাস্তব। সিনিয়র দলের ফুটবলারদের মধ্যে আছেন আশিস রাই, গ্লেন মার্টিন্স, সুমিত রাঠিরা। চোটের কারণে সেন্ট্রাল ডিফেন্সে দীপেন্দু বিশ্বাস খেলতে পারবেন না। নেই আশিক কুরুনিয়নও। বাকি রিজার্ভ দলের ফুটবলারদের নিয়েই দল সাজাতে হবে বাস্তবকে। নতুন রিক্রুট গোলকিপার ধীরাজ সিং খেলতে পারেন। টম, ধীরাজরা শুক্রবার বিকেলে চুটিয়ে অনুশীলন করেছেন।

আগামিকালের ম্যাচ নিয়ে কোচ বাস্তব বললেন, ‘‘ডাউনটাউন হিরোজ দলটা আমাদের কাছে অচেনা। সতর্ক থাকতে হবে। আমার হাতে যে ফুটবলাররা আছে তাদের নিয়েই খেলব। আশা করি, আমরা খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়াব।’’

শ্রীনগরের ক্লাব ডাউনটাউন দলটি দু’জন বিদেশি নিয়ে নামছে মোহনবাগানের বিরুদ্ধে। কাশ্মীরের দলটির ফুটবলারদের উচ্চতাও একটা ফ্যাক্টর হতে পারে। কলকাতা লিগের ব্যর্থতা ঢেকে বাস্তবের হাত ধরে ডুরান্ডে ভাগ্য ফেরানোর আশায় সবুজ-মেরুন জনতা। সন্ধ্যায় যুবভারতীতে ম্যাচ শুরু। তার আগে ডুরান্ডের আনুষ্ঠানিক উদ্বোধনম করবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। গত কয়েক বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুর্নামেন্টের উদ্বোধন করলেও তিনি শহরের বাইরে থাকায় টুর্নামেন্টের কিক-অফ করবেন ক্রীড়ামন্ত্রী।

আরও পড়ুন- হার্দিকের অধিনায়কত্বে কি ভাগ হয়েছিল মুম্বইয়ের সাজঘর, কী বললেন বুমরাহ?


Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version