শক্তি বাড়িয়েছে নিম্নচাপ, ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সতর্কতা জারি! 

উত্তাল হচ্ছে সমুদ্র। ক্রমাগত শক্তি বাড়াচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ। আজ ও আগামিকাল বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে(rain in South Bengal)। সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামী দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ হাওয়া অফিসের (Weather Department)।

শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার, বিক্ষিপ্ত বৃষ্টিতে বাড়ছে অস্বস্তি। এর মাঝেই আলিপুর আবহাওয়া দফতর জানালো আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি ভিজবে কলকাতাও। আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতেও প্রবল বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।


Previous articleচলতি বছরের শেষেই হাওড়া সহ ১৫টি পুরসভা নির্বাচনের প্রবল সম্ভাবনা
Next articleচিরতরে বন্ধ চিকেন! নাহুমসে গিয়ে ভেজেই সন্তুষ্ট থাকতে হচ্ছে খাদ্যপ্রেমীদের