Saturday, August 23, 2025

অলিম্পিক্সে পদক হাতছাড়া অর্জুন বাবুটার, শেষ করলেন চতুর্থ স্থানে

Date:

২০২৪ প্যারিস অলিম্পিক্সের তৃতীয় দিনের শুরুতে ধাক্কা ভারতের। অল্পের জন্য পদক হাতছাড়া অর্জুন বাবুটার। এদিন ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে চতুর্থ স্থানে শেষ করলেন তিনি। গোটা ফাইনাল জুড়ে ভালো পারফর্ম করলেও পদক জেতা হল না তাঁর। অলিম্পিক্সে চতুর্থ হন অর্জুন বাবুটা।

অলিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে শুরু থেকে ভাল স্কোর করছিলেন ভারতীয় শুটার। দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকছিলেন অর্জুন। ফলে পদকের আশা বাড়ছিল। কিন্তু শেষ দিকে দু’টি খারাপ শট মারেন অর্জুন। একটি ৯.৯ ও একটি ৯.৫ । এই স্কোর তাঁকে পদক থেকে দূরে নিয়ে যায়। যার ফলে অল্পের জন্য ব্রোঞ্জ পেলেন না ভারতীয় শুটার। চতুর্থ স্থানে শেষ করেন তিনি।

এদিকে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে নেমেছিলেন রমিতা জিন্দাল। প্রথম ন’টি শট ভাল মারেন তিনি। প্রতিটি শট ১০-এর উপরে ছিল। কিন্তু দশ নম্বর শটটি খারাপ হয়। তবে এই দুই ভারতীয় শুটার ব্যর্থ হলেও ফের পদকের স্বপ্ন দেখাচ্ছেন ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় শুটার মানু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন মানু। তাঁর সঙ্গী সরবজ্যোৎ সিং। যোগ্যতা অর্জন পর্বে নিজের তিনটি রাউন্ডে মানু স্কোর করেন যথাক্রমে ৯৮, ৯৮ ও ৯৫। সরবজ্যোৎ স্কোর করেন যথাক্রমে ৯৫, ৯৭ ও ৯৭। অর্থাৎ, তিনটি রাউন্ডের পর মানুর মোট স্কোর ২৯১। সরবজ্যোতের মোট স্কোর ২৮৯। দু’জনে মিলিয়ে ৫৮০ স্কোর করেন। এর সুবাদে তিন নম্বরে শেষ করে ভারতীয় জুটি। মঙ্গলবার পদকের লড়াইয়ে নামবেন তাঁরা।

আরও পড়ুন- শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতে কী বললেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ?


Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version