পুজোর আগেই রাজ্যে মদের (Liquor) দাম বাড়তে চলেছে, সেটা নিয়ে সম্প্রতি জোর চর্চা শুরু হয়েছিল। এবার তা কার্যকর হতে চলেছে। মদ প্রস্তুতকারক সংস্থাগুলো থেকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট চেয়েছিল রাজ্য সরকার। মূলত মদ উৎপাদনে খরচ কত বেড়েছে তা জানতে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট চায় রাজ্য সরকার।

মদ (Liquor) প্রস্তুতকারক সংস্থাগুলি যে দাম চাইবে তার উপরে ট্যাক্স বসাবে রাজ্য সরকার। এরপর চূড়ান্ত দাম ধার্য হবে। সূত্রের খবর, আজ সোমবার থেকেই রাজ্যে বাড়তে চলেছে মদের দাম। কোন ব্র্যান্ডের মদের দাম কত বাড়বে, সেই সিদ্ধান্ত হবে আজই।


এদিন সল্টলেকে সংস্থার দফতরে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট খুলে দেখবে রাজ্য। তারপর কর যোগ করে চূড়ান্ত দাম ঘোষণা করা হবে। ফলে এবার নামী দামী ব্র্যান্ডেড মদ্যপান করতে গেলে পকেট থেকে ভালই খসবে সুরাপ্রেমীদের।

আরও পড়ুন: মেয়াদ শেষ অধীরের, প্রদেশ কংগ্রেস সভাপতি বাছতে সোমেই বৈঠকে খাড়গে-রাহুলরা

