Friday, January 30, 2026

ব্যবসা তলানিতে! পর্যটক ফেরাতে ভারত সফরে মালদ্বীপের পর্যটন মন্ত্রী, রয়েছে রোড শো

Date:

Share post:

ভারত (India )ও মালদ্বীপের (Maldives )সম্পর্ক তলানিতে! যার বড়সড় প্রভাব পড়েছে সেখানকার পর্যটন (Tourism) ব্যবসায়। তবে বারবার ভারতের কাছে ক্ষমাপ্রার্থনা করলেও ভারতের অবস্থান বদলায়নি। এবার ভারত বিরোধীতায় লাগাম টানতে তৎপর মালদ্বীপ সরকার, কারণ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়নের মধ্যে সেখানে ভারতীয় পর্যটকের সংখ্যা কমতে শুরু করেছে। এমন আবহে ভারতে আসছেন মলদ্বীপের পর্যটনমন্ত্রী ইব্রাহিম ফয়সল (Ibrahim Faisal)। সোমবার থেকেই তাঁর ভারত সফর শুরু হচ্ছে। ভারতের যে সকল পর্যটক মালদ্বীপের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তাঁদের আবার সে দেশে ফেরাতে উদ্যোগী মহম্মদ মুইজ্জু। সেকারণেই পর্যটন মন্ত্রীকে ভারত সফরে পাঠাচ্ছেন তিনি।

উল্লেখ্য, মালদ্বীপে ভারতীয় পর্যটকের সংখ্যা উদ্বেগজনকভাবে কমে যাওয়ায় সে দেশের প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তাই আপাতত ভারতীয়দের দেশে ফেরাতে চান মহম্মদ মুইজ্জু। সেই কারণেই ভারতের পর্যটকদের মালদ্বীপে যেতে উৎসাহিত করতে পর্যটনমন্ত্রীকে এদেশে পাঠাচ্ছেন। ভারতের পর্যটকদের ফেরাতে মালদ্বীপের এই প্রকল্পের নাম ‘ওয়েলকাম ইন্ডিয়া’। ভারতের পর্যটকদের ছুটি কাটানোর অন্যতম সেরা ডেস্টিনেশন ছিল মালদ্বীপ। এই প্রকল্পের মাধ্যমে সেই জায়গা আবার ফিরিয়ে আনতে উদ্যোগী মুইজ্জু সরকার। সূত্রের খবর, পর্যটন মন্ত্রী ভারতের তিনটি বড় শহরে রোড-শো করবেন। তার মাধ্যমেই মালদ্বীপের পর্যটনের প্রচার করবেন।

মঙ্গলবার ৩০ জুলাই ভারতের রাজধানী নয়াদিল্লিতে রোড-শো করবেন মখলদ্বীপের পর্যটনমন্ত্রী। এরপর ১ অগাস্ট বৃহস্পতিবার মুম্বইতে থাকবেন তিনি। সেখানেও রোড-শো করবেন। এছাড়াও আগামী ৩ অগাস্ট শনিবার মালদ্বীপের মন্ত্রী যাবেন বেঙ্গালুরুতে। ওই শহরে তাঁর রোড-শো হবে।মালদ্বীপের পর্যটন দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে মালদ্বীপে ঘুরতে যাওয়া বিদেশি পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন ভারতীয়রা। মুইজ্জু মলদ্বীপের ক্ষমতায় আসেন গত নভেম্বরে। এরপরই ভারতের সঙ্গে সে দেশের সম্পর্কের অবনতি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ ভ্রমণের সময় মালদ্বীপের তিন মন্ত্রী অবমাননাকর মন্তব্য করেন ভারতের বিরুদ্ধে। সেই নিয়েই দুই দেশের মধ্যে চাপাউতোর শুরু হয়।


spot_img

Related articles

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...