Saturday, August 23, 2025

নতুন দলের সূচনা করে আত্মপ্রকাশের দিনক্ষণ ঘোষণা! প্রশান্তের নয়া চালে বিপাকে নীতীশ 

Date:

আর ভোটকুশলী হিসেবে নয় এবার সরাসরি রাজনীতিতে (Politics) প্রবেশ করলেন প্রশান্ত কিশোর (Prashant Kishore)। রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন তাঁর নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটতে চলেছে। প্রশান্তের নতুন দলের নাম জন সুরজ (Jani Suraj)। এতদিন ধরে প্রস্তুতি পর্ব চললেও এবার প্রত্যক্ষ রাজনীতিতে প্রশান্তের দল চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে মরিয়া। প্রশান্ত কিশোরের আত্মবিশ্বাসী বার্তা, আমরা শুধুমাত্র ২০-২২টা আসন জিততে আসিনি৷ বিহারের ছবি বদলে দিতে এসেছি৷ শুধু ২ বছর অপেক্ষা করুন৷ আর ভোটকুশলীর আচমকা এমন পদক্ষেপে বিহারের মুখ্যমন্ত্রী পাল্টিবাজ নীতীশ কুমার (Nitish Kumar) যে বড় বিপাকে পড়লেন তা আর বলার অপেক্ষা রাখে না।

সামনেই ২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচন৷ বলাবাহুল্য সেই নির্বাচনে অংশগ্রহণ করবে নতুন দল অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন প্রশান্ত৷ তবে এদিন প্রশান্ত স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে তাঁদের দল সবদিক থেকে ঢেলে সাজানো হচ্ছে। বিহারের আটটি ভিন্ন স্তরে প্রায় দেড় লক্ষ কর্মী নিয়ে তাঁদের দফায় দফায় বৈঠক চলছে৷ সেই সমস্ত বৈঠক থেকেই উঠে আসা প্রস্তাবনা একত্র করে দলের নেতৃত্ব, সংবিধান এবং লক্ষ্য স্থির করা হবে৷

রবিবার জন সুরজের রাজ্যস্তরের একটি বৈঠক চলাকালীন প্রশান্ত কিশোর মনে করিয়ে দেন, আগে যেমন বলা হয়েছিল, জন সুরজ আগামী ২ অক্টোবর রাজনৈতিক দল হিসাবে তার যাত্রা শুরু করবে এবং পরের বছরের বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে৷ তবে প্রশান্ত কিশোর নিজেই জানিয়ে দিয়েছেন, তিনি দলকে নেতৃত্বে দেবেন না বরং বিহারের বিভিন্ন জেলা থেকে নেতৃত্ব বেছে নেওয়া হবে৷


Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version