Friday, December 19, 2025

পরিচালক-টেকনিশিয়ান দ্বন্দ্ব: টলিপাড়ায় হচ্ছে না শুটিং! সমাধানে দফায় দফায় বৈঠক

Date:

Share post:

পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে (Rahul Mukherjee) নিয়ে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি টালিগঞ্জের (Tollygaunge) স্টুডিও পাড়ায়। পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকেই অনির্দিষ্ট কর্মবিরতি শুরু পরিচালকদের। রবিবার রাতে বিজ্ঞপ্তি দিয়ে ডিরেক্টর্স অ্য়াসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া মোশান পিকচার্স এমন খবর জানিয়েছিল। আর সেই মতোই এদিন সকাল থেকেই রীতিমতো থমথমে টলিপাড়া। টেকনিশিয়ান স্টুডিও থেকে দাশানি স্টুডিও তথা গোটা সিনেমাপাড়ায় আজ অদ্ভুত নিস্তব্ধতা। লাইট, ক্যামেরার পাশাপাশি একেবারে শুনশান অবস্থা। তবে গিল্ড সাফ জানিয়েছে, আজ সোমবার থেকে যত দিন পর্যন্ত না পরিচালকদের সমস্যার সমাধান হচ্ছে তত দিন পর্যন্ত বাংলা ভাষার সমস্ত শুটিং ফ্লোরে সদস্যদের অনুপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে সোমবার ফেডারেশনের তরফে জারি করা বিবৃতিতে লেখা হয়েছে, প্রত্যেক সদস্যদের জানানো হচ্ছে যে আজ কিছু প্রযোজক, পরিচালক ও শিল্পী সংঘবদ্ধ হয়ে ফেডারেশনকে শেষ করে দিতে, আমাদের সকলের রুজি রুটিকে বিপন্ন করতে এবং গুপী শুটিংকে স্বীকৃতি দিতে- তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রের প্রতিবাদে ও মিথ্যা বদনাম দেওয়ার প্রতিবাদে এবং আমাদের অস্তিস্ত্ব ও পেটের অন্ন যোগানোর কর্মস্থলকে শেষ রক্তবিন্দু দিয়ে বাঁচিয়ে রাখার জন্য, বিকেল ৪টেয় টেকনিশিয়ান স্টুডিওতে সকলকে আসার অনুরোধ করা হচ্ছে। অন্যদিকে ইতিমধ্যেই বৈঠকে বসেছেন পরিচালকরাও।

রবিবার পরিচালক সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে, অধিকাংশ পরিচালক সদস্যদের আবেগ ও মতামতকে গুরুত্ব এবং মান্যতা দিয়েই ফ্লোর বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে সোশাল মিডিয়াতেও একটি প্রতিবেদন শেয়ার করা হয়েছে। উল্লেখ্য, রবিবার সকাল থেকেই ডিরেক্টর্স গিল্ডের সদস্যরা বিষয়টি নিয়ে দফায় দফায় আলোচনায় বসেন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় পরিচালকদের সঙ্গে আলোচনা করে স্থির হয়, কলাকুশলীরা রাহুলকে নির্দিষ্ট ছবির পরিচালক হিসেবে মেনে না নিলে, তাঁর সঙ্গে শুটিং করতে রাজি না হলে ২৯ জুলাই অর্থাৎ সোমবার থেকে অসহযোগিতায় যেতে বাধ্য হচ্ছেন। মীমাংসা না হওয়া পর্যন্ত এই অবস্থান থেকে তাঁরা নড়বেন না।

তবে গত কয়েকদিনে একাধিকবার বৈঠকেও মেলেনি কোনও সমাধানসূত্র। তবে সকলেই আশাবাদী খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। সোমবার থেকে শুরু হওয়া এই আন্দোলনে কতটা সমাধান সূত্র বের হয়, এখন সেটাই দেখার। তবে টলিপাড়ার প্রযোজক পরিচালক থেকে সকলেই আশাবাদী, শীঘ্রই সমস্ত জটিলতা কেটে গিয়ে আবারও নতুন উদ্যোগে শুরু হবে কাজ।

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...