Thursday, August 21, 2025

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতে কী বললেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ?

Date:

গতকাল শ্রীলঙ্কাকে হারিয়ে টি-২০ সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। সিরিজে ২-০ এগিয়ে টিম ইন্ডিয়া। গতকাল লঙ্কানদের বিরুদ্ধে লক্ষ্য ছিল ২০ ওভারে ১৬২। কিন্তু বৃষ্টির কারণে তা কমে দাঁড়ায় আট ওভারে ৭৮ রান। মাত্র ৬.৩ ওভারে সেই রান তাড়া করে জিতে যায় ভারত। আর জয়ের কারণ হিসাবে বৃষ্টিকেই কৃতিত্ব দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব।

ম্যাচ শেষে সূর্য বলেন, “ আমরা সিরিজ শুরুর আগেই ঠিক করে নিয়েছিলাম, কী ধরনের ক্রিকেট খেলব। যে লক্ষ্যই থাকুক না কেন, খেলার ধরন বদলাইনি। তবে এই উইকেটে ১৬২ রান তাড়া করা সহজ হত না। আকাশে মেঘ ছিল। ফলে বোলারেরা একটু সুবিধা পাচ্ছিল। কিন্তু লক্ষ্য কমে যাওয়ায় আমাদের সুবিধা হয়েছে। বৃষ্টি আমাদের সাহায্য করেছে। খেলা জিততে একটু ভাগ্যের সাহায্যও প্রয়োজন। সেটা আমরা পেয়েছি। ”

এদিকে চার ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা রবি বিষ্ণোই। ম্যাচের সেরার পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ভারতীয় বোলার। বিষ্ণোই বলেন, “এই ম্যাচে পিচ একটু আলাদা ছিল। বল ঘুরছিল। আমি নিজের পরিকল্পনা অনুযায়ী বল করছিলাম। আমার উপর অধিনায়ক ভরসা দেখিয়েছে। শ্রীলঙ্কার রান আটকাতে শেষ দিকে উইকেট তুলতে হত। সেটা আমি করতে পেরেছি। আমি বরাবরই দায়িত্ব নিতে ভালবাসি। সূর্য ভাই যে আমার উপর ভরসা করেছে তার জন্য ওকে ধন্যবাদ।”

আরও পড়ুন- মোহনবাগান দিবসের দিনে উত্তরপাড়ায় আনন্দের পরিবেশ, মনমোহনের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version