Saturday, August 23, 2025

বিদেশিনী স্ত্রীকে জঙ্গলে গাছে বাঁধলেন স্বামী! পরিবারের সন্ধানে পুলিশ

Date:

মহারাষ্ট্রের সিন্ধুদূর্গ এলাকায় জঙ্গলের ভিতর থেকে পায়ে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করল সাওন্তওয়াদি এলাকার বন দফতরের কর্মীরা। মহিলার থেকে পাওয়া পরিচয়পত্র থেকে জানা যায় আমেরিকান ওই মহিলার নাম ললিতা কায়ি। তিনি বিবাহসূত্রে তামিলনাড়ুর বাসিন্দা। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাঁর থেকে কোনও তথ্য সংগ্রহ করতে পারেনি সিন্ধুদূর্গ জেলার পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তাঁর স্বামী তাঁকে জঙ্গলে বেঁধে রেখে যান।

এক রাখাল জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়ে মহিলার কান্নার আওয়াজ পেয়ে ললিতাকে দেখতে পান। তিনি প্রশাসনকে খবর দেন। ৫০ বছর বয়সী মহিলাকে উদ্ধার করে প্রথমে ওরোস জেলা হাসপাতাল ও পরে গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তিনি অত্যন্ত দুর্বল ও মানসিকভাবে স্থিতিশীল না হওয়ায় অনুসন্ধানে সমস্যায় পড়ে পুলিশ। পরে তিনি একটি নোট লেখেন। যেখানে তিনি উল্লেখ করেন তাঁর স্বামী তাঁকে গাছে বেঁধে যান। প্রায় দুইদিন তিনি ওইভাবে বাঁধা অবস্থায় ছিলেন। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ।

তাঁর থেকে পাওয়া পরিচয়পত্র থেকে জানা যায় তাঁর আমেরিকার পাসপোর্ট রয়েছে। দশ বছর ধরে বিবাহসূত্রে আবদ্ধ হয়ে তিনি তামিলনাড়ুর বাসিন্দা। কিন্তু তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাঁর থেকে পাওয়া আধার কার্ডের সূত্র ধরে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার পথ খুঁজছে পুলিশ। সেই সঙ্গে যোগাযোগ করা হয়েছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন দফতরে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version