Monday, August 25, 2025

আনোয়ার প্রসঙ্গে মুখ খুললেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা, কী বললেন তিনি?

Date:

এবার আনোয়ার আলিকে নিয়ে মুখ খুললেন মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। বেশ কয়েকদিন ধরেই দলবদলের বাজারে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন আনোয়ার আলি। সূত্রের খবর, বড় অঙ্কে আনোয়ারকে সই করিয়েছে ইস্টবেঙ্গল এফসি। অপরদিকে ভারতীয় এই ডিফেন্ডারের সঙ্গে চুক্তি রয়েছে মোহননবাগানেরও। আনোয়ার আসলে কার তা জানতে জল গড়ায় বহুদূর। বিষয়টি এখন প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কোর্টে। আর এরই মাঝে আনোয়ার প্রসঙ্গে মুখ খুললেন মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

এদিন সঞ্জীব গোয়েঙ্কার অফিসে মোহনবাগান কোচ জোসে মলিনা, বিশ্বকাপার জেমি ম্যাকলারেনের সঙ্গে মিডিয়ার বিশেষ সেশন ছিল। সেখানেই আনোয়ার প্রসঙ্গে গোয়েঙ্কা বলেন, “ আনোয়ার খুব মিষ্টি একটা ছেলে। ফুটবলার হিসেবে ও আমার খুবই পছন্দের একজন। কিন্তু বিষয়টা যখন প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কোর্টে, তখন আমি আনোয়ার ইস্যুতে ক্লাবের অবস্থান নিয়ে জনসমক্ষে একটা শব্দও বলব না। ” এরপরই তিনি আরও বলেন, “ আমরা মোহনবাগান। আমরা মর্যাদাসম্পন্ন। আমরা সুভদ্র এবং কোনও রকম উস্কানিতে আমরা পা দেব না । মোহনবাগান শুধুমাত্র একটা ক্লাব নয়। মোহনবাগান একটা আবেগ। ফলে মোহনবাগানের হয়ে যখন কেউ প্রতিনিধিত্ব করে, তখন তাঁর মাথায় রাখা উচিত ক্লাবের থেকেও বড় কিছুর হয়ে সে প্রতিনিধিত্ব করছে। ”

গত মরশুমে পাঞ্জাব এফসি থেকে লোন ডিলে মোহনবাগানে সই করেছিলেন আনোয়ার। সেই চুক্তি ছিল ২০২৭ পর্যন্ত। তবে ২০২৪-২৫ মরশুমের আগে পাঞ্জাব এফসি-র পক্ষ থেকে এই ডিল নিয়ে অসন্তোষ প্রকাশ করে সামনে আনা হয় ফিফার নিয়ম। তবে সেই নিয়ম এখনও ভারতীয় ফুটবলের ক্ষেত্রে কার্যকর হয়নি বলে জানিয়ে দেয় মোহনবাগান। সেই কারণেই আনোয়ার তাদের দলের ফুটবলার বলেই দাবি করতে থাকে সবুজ-মেরুন ক্লাব। এরই মধ্যে জানা যায় বড় অঙ্কে আনোয়ারকে সই করায় ইস্টবেঙ্গল । শেষমেষ আনোয়ার কার , সেই ঠিক করতে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি বিষয়টি দেখছে। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির পক্ষ থেকে চিঠি পাঠানো হয় মোহনবাগানকে। ফেডারেশনের প্লেয়ার্স স্টাটাস কমিটির পাঠানো চিঠির জবাব দিয়েছে সবুজ-মেরুন ক্লাব।

আরও পড়ুন- অলিম্পিক্সে নজির গড়ে কী বললেন মানু ভাকের ?


Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version