Thursday, November 13, 2025

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই কাটল অচলাবস্থা! বুধ থেকে টলিপাড়ায় শুরু শুটিং, পরিচালক রাহুলই

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরেই কাটল জট। বুধবার, থেকে আবার লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশন শোনা যাবে টলিপাড়ায়। বুধবার থেকেই ফের সিরিয়াল, সিনেমা, ওটিটির শুটিং শুরু হবে। SVF-এর পুজোর ছবিতে ডিরেক্টর হিসেবেই থাকবেন রাহুল মুখোপাধ্যায়। তবে, তাঁর ছবির কাজ শুরু হবে কয়েকদিন পর থেকে।

রাহুল মুখোপাধ্যায়ের পরিচালক আসনে থাকা নিয়ে দাড়ি টানাটানিতে সোমবারের পরে মঙ্গলবারেও শুনশান টলিপাড়া। সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব। ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও। সোমবার, সকাল থেকে দফায় দফায় বিভিন্ন পক্ষের বৈঠক হয়। কিন্তু রাত নটার পরে জানা যায় টলিপাড়ায় জারি অচলাবস্থা। সমস্যার সমাধানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চান বলে সাংবাদিক বৈঠকে জানান পরিচালক-প্রযোজকরা। মঙ্গলবার, সকালে আরেকপ্রস্থ বৈঠক হয় প্রসেনজিতের বাড়ি ‘উৎসব’-এ। সেখানে থেকে বেরিয়েই বেলা তিনটে নাগাদ নবান্ন পৌঁছন গৌতমরা। সেই ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, “দেখা হল, কথা হল, ভালো লাগলো”। তার পরেই খবর মেলে, বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে টলিপাড়ার শুটিং বন্ধের পরিস্থিতি তুলে ধরেন প্রসেনজিৎরা। সেই বৈঠকের পরই আশার আলো।

সূত্রের খবর, এসভিএফের ব্যানারে তৈরি অনির্বাণ ভট্টাচার্য ও প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের পুজোর ছবির পরিচালক থাকছেন রাহুলই। তবে এই ছবির শুটিং হয়তো কয়েকদিন পর থেকে শুরু হতে পারে। বৈঠকের পরে দেব সোশ্যাল মিডিয়ায় লেখেন, আশা রাখি সন্ধ্যায় সব সমস্যা মিটে যাবে এবং আগামিকাল (বুধবার) থেকে ফের শুটিং শুরু হবে। নবান্নের বৈঠকের পরই পরিচালকরা সন্ধ্যায় একটি বৈঠকে বসেন।

এর পাশাপাশি সূত্রের খবর, ফেডারেশনের নিয়ম নিয়ে একটা রিভিউ কমিটি তৈরি হচ্ছে। মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্বাবধানে তিন মাসের মধ্যে নতুন নিয়ম কানুন রিভিউ কমিটির সামনে পেশ করতে হবে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version