Sunday, May 4, 2025

তথ্য প্রযুক্তি আইনের আওতায় অভিযোগ আপিল কমিটি তৈরি হয়েছে, সংসদে জিতিন প্রসাদ

Date:

তথ্য প্রযুক্তি আইনের আওতায় সরকার অভিযোগ আপিল কমিটি তৈরি করেছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি রাষ্ট্রমন্ত্রী জিতিন প্রসাদ জানিয়েছেন, তথ্য প্রযুক্তি আইনের ৩এ ধারা এবং তথ্য প্রযুক্তি নিয়মবিধির ২০২১-এর অধীনে সরকার অভিযোগ আপিল কমিটিগুলি তৈরি করেছে। এর উদ্দেশ্য একটাই, যাতে ব্যবহারকারী এবং ভুক্তভোগীরা অনলাইনে আবেদন করতে পারেন৷ অফিসারদের দ্বারা গৃহীত সিদ্ধান্তে অসন্তুষ্ট হলেও অভিযোগকারী অনলাইনে আবেদন জানাতে পারেন।

তিনি জানান,অভিযোগ আপিল কমিটি একটি অনলাইন বিরোধ নিষ্পত্তি পদ্ধতি। যেখানে সম্পূর্ণ আপিল প্রক্রিয়া ডিজিটালভাবে পরিচালিত হয়। এটি একটি ভার্চুয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম, যা শুধুমাত্র ডিজিটাল ও অনলাইনে কাজ করে। কমিটিকে ৩০ দিনের মধ্যে ব্যবহারকারীদের আবেদনের সমাধান করতে হয়। তথ্য প্রযুক্তি বিধিমালা, ২০২১-এর ৩(১)(বি) এর অধীনে নিষিদ্ধ বিভাগগুলির মধ্যে পড়ে এমন কোনও তথ্য একটি প্ল্যাটফর্মে পাওয়া গেলে, একজন ব্যবহারকারী সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের অভিযোগ অফিসারের কাছে এর বিরুদ্ধে আবেদন করতে পারেন। এই ধরনের আবেদন প্রাপ্তির পর, প্ল্যাটফর্মকে দ্রুত এবং তথ্যপ্রযুক্তি নিয়ম, ২০২১-এর বিধি ৩(২) এর অধীনে নির্ধারিত সময়সীমার মধ্যে ব্যবস্থা নিতে হয়।

নিয়ম অনুযায়ী, সংবেদনশীল এবং ব্যক্তিগত তথ্য সঞ্চয়কারী সমস্ত সংস্থাকে যুক্তিসঙ্গত ভাবে নিরাপত্তা অনুশীলন এবং পদ্ধতিগুলি বাস্তবায়ন করতে হবে। এই ধরনের ব্যবস্থাগুলি অবশ্যই সুরক্ষিত রাখতে হবে। এমনকী, তথ্য সম্পদের মূল্য এবং সংস্থার ব্যবসার প্রকৃতির সঙ্গে সমানুপাতিক হতে হবে। তথ্য নিরাপত্তা যদি লঙ্ঘন হয়,সেক্ষেত্রে সংস্থা বা তার পক্ষে কাজ করা প্রতিনিধিকে প্রমাণ করতে হবে যে তাদের নথিভুক্ত তথ্য সুরক্ষিত । অভিযোগ আপিল কমিটি সমালোচনামূলকভাবে নিশ্চিত করে যে ভারতে ইন্টারনেট নিরাপদ এবং বিশ্বস্ত, উন্মুক্ত এবং জবাবদিহিমূলক।

 

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version