Saturday, November 29, 2025

দাম্পত্যের কুৎসা প্রকাশ্যে কেন, ঋষিকে প্রশ্ন ‘টেলিপাড়াতুতো বোন’ প্রিয়ার

Date:

Share post:

দেবযানী চক্রবর্তীর (Debjani Chakraborty)সঙ্গে দীর্ঘ একযুগের দাম্পত্যে ব্যক্তিগত কুৎসাকে সকলের সামনে এনে সতীর্থদের প্রশ্নের মুখে অভিনেতা ঋষি কৌশিক (Rishi Kaushik)। টলিপাড়ায় বিয়ে ভাঙার মরসুমে নতুন সংযোজন ঋষি-দেবযানী (Rishi- Debjani Conflict)। স্যোশাল মিডিয়ায় যেভাবে ব্যক্তিগত যন্ত্রণার কথা ব্যক্ত করেছেন অভিনেতা তাতে অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন, সহানুভূতি প্রকাশ করেছেন। কিন্তু ছোট পর্দায় একসঙ্গে কাজের সুবাদে ঋষির টেলিপাড়াতুতো বোন প্রিয়া পাল (Priya Paul)আঙুল তুলেছেন ‘ইষ্টি কুটুম’ অভিনেতার দিকেই। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রসিকতায় মেতে থাকা আধুনিকমনস্ক ঋষি, নিজের স্ত্রী দেবযানী চক্রবর্তী সম্পর্কে এ ভাবে প্রকাশ্যে কুৎসা কেন করলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রিয়া।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক সম্প্রতি এক ভিডিও বার্তায় এক কাল্পনিক ছেলে ও একটি মেয়ের চিড় খাওয়া সম্পর্কের গল্পের মাধ্যমে নিজের বিবাহিত সম্পর্কের কথাই তুলে ধরতে চেয়েছেন বলে অনেকেই মনে করছেন। এই ভিডিয়োয় ১২ বছরের দাম্পত্য জীবনের কথা যেমন উল্লেখ করেছেন, তেমনই স্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগও তুলেছেন ঋষি। যার মধ্যে মদ্যপান, ধূমপান, পুরুষসঙ্গীর সঙ্গে ঘুরে বেড়ানোর মতো নানা কথা বলা হয়েছে। ইতিমধ্যেই নতুন কাজের জন্য শহর ছেড়ে রাজস্থানে গিয়েছেন ঋষি। এই আবহে মুখ খুললেন দেবযানী। সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘সমাজমাধ্যমে আমার স্বামীর করা কিছু পোস্ট নিয়ে আমাকে বার বার অবাঞ্ছিত প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। পুরো বিষয়টি আমার কাছে অত্যন্ত কুরুচিকর, সম্মানহানিকর, আমি খুবই বিব্রত। এগুলি করার একমাত্র কারণ আমার সামাজিক সম্মানহানি করা, আমার ক্ষতি করা এবং পোস্টদাতার নিজের হীন উদ্দেশ্যসাধন।’ দেবযানী এই বিষয়ে আইনি পদক্ষেপ করার ভাবনা চিন্তাও করছেন বলে জানা গেছে। এই পরিস্থিতিতে ঋষি-পত্নীর পাশে দাঁড়ালেন অভিনেত্রী প্রিয়া পাল। ঋষি কৌশিক এ ভাবে শোওয়ার ঘরের গল্প বাইরে নিয়ে আসছেন, এটা মেনে নেওয়া খুব কষ্টের বলছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘ঋষিদা, আদৌ তোমাদের মধ্যে প্রেম ছিল? প্রেম নামক বিশেষ অনুভূতির অস্তিত্ব আদৌ কি এখন আর আছে?যাঁরা সত্যিই একটা সময় ভালবাসায় ছিলেন, তাঁরা কী করে প্রকাশ্যে একে অন্যের বিরুদ্ধে মুখ খুলবেন? ছেড়ে যাওয়া সম্পর্কের সম্মান রাখতেও বোধ হয় এ রকম কিছু করা উচিত নয়। আর যদি শুরু থেকে প্রেম না থাকে, তা হলে সেই সম্পর্কে গেলেই বা কেন ঋষিদা?’ প্রিয়া লেখেন, কোনও সম্পর্ক এক ছাদের তলায় সারাজীবন নাও থাকতে পারে কিন্তু তাঁকে কালিমালিপ্ত করা উচিত নয়। অন্তত ‘কুসুমদোলা’ অভিনেতার এমন আচরণ আশা করেন না তাঁর অনুরাগী ও প্রিয়জনেরা।


spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...