কর্মসংস্কৃতি নিয়ে বড়াই করা ইনফোসিস না কি কোটি কোটি টাকা GST ফাঁকি দিয়েছে! খবর শুনে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। ইনফোসিসের (Infosys) বিরুদ্ধে অভিযোগ, ২০১৭-র জুলাই থেকে ২০২২-এর মার্চ মাসের মধ্যে ৩২ হাজার ৪০৩ কোটি টাকার GST মেটায়নি। এর জন্যই সংস্থাকে ‘প্রি-শোকজ’ নোটিশ দেওয়া হয়েছে।